সার্ধশতবর্ষে রবীন্দ্রনাথের জন্মদিনটা নতুনভাবেই দেখছে দেশ। ভার্চুয়ালি কবিগুরুর ১৫৯তম জন্মবার্ষিকী পালন হচ্ছে। করোনা আবহে গৃহবন্দী রাজ্য এবার তাই দেখছে অভিনব ‘সোশাল ডিস্ট্যান্সের’ রবীন্দ্র জয়ন্তী। রবীন্দ্রনাথ তো মানুষের মননে। তাই প্রতিবারের মতো এবারেও কবিগুরুকে স্মরণ করলেন অমিতাভ বচ্চন।
রবীন্দ্র চেতনা বাঙালিয়ানায় সীমাবদ্ধ নয়, একথা বারবার প্রমাণের প্রয়োজন নেই। তিনি তো বাঙালির জামাইবাবু, তাছাড়া বাংলার সংস্কৃতির সঙ্গে নিজেকে বরাবর জড়িয়ে রেখেছেন মেগাস্টার। আর যদি রবীন্দ্রপ্রেম বলতেই হয়, তাহলেও পিছিয়ে নেই বিগ বি।
টুইটারে সিনিয়র বচ্চন লিখলেন, ”গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীর অনেক শুভেচ্ছা। কবি, লেখক, দার্শনিক, শিক্ষা প্রতিষ্ঠানের স্রষ্টা, জাতীয় সঙ্গীতের লেখক… চরণে শত শত নমস্কার।”
T 3524 – Greetings on this day the Birth Anniversary of Gurudev RabindraNath Tagore ..
Poet, writer, philosopher , creator of educational institutions , of eminence .. writer of the National Anthem .. शत शत नमन ???????????????? pic.twitter.com/vGQcwZ2jvx— Amitabh Bachchan (@SrBachchan) May 7, 2020
আরও পড়ুন, অনুমতি না নিয়েই সুর রবির কবিতায়! সিনেমায় রবীন্দ্রসঙ্গীত তাঁরই হাত ধরে
২৫ বৈশাখ অমিতাভ বচ্চনের কাছে গুরুত্বপূর্ণ বটেই। বাংলার সঙ্গে তাঁর যোগ যে অন্তরঙ্গ। সিনেমায় কেরিয়ার শুরুর আগে কলকাতায় চাকরি করতে়ন তিনি। সাহিত্যচর্চার অভ্যেসেও রবীন্দ্রনাথ বড় প্রিয় বিগ বির। তাঁর গলায় একলা চলো রে -আজও জনপ্রিয়। বেশ কয়েকবার বিভিন্ন অনুষ্ঠানে তিনি তুলে এসেছেন রবি প্রসঙ্গ। ভালবাসার, শ্রদ্ধার রবি, বলেই তো!
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন