Advertisment
Presenting Partner
Desktop GIF

Amitabh Bachchan - Amir Khan: কলকাতায় সন্ধেবেলায় কী করতেন? আমিরের প্রশ্নে নাজেহাল অমিতাভ...

Amitabh Bachchan asked by Amir Khan: কেবিসির মঞ্চে ছেলেকে নিয়ে মিস্টার পারফেক্ট। আমিরের উপস্থিতিতে অমিতাভের মাথা খারাপ। একের পর এক এমন প্রশ্ন করলেন তিনি, যে নাজেহাল অমিতাভ বচ্চন।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
aamir amitabh

KBC-Amir Khan: কেবিসির মঞ্চে আমির, কী প্রশ্ন উঠল?

অমিতাভ বচ্চনের সঙ্গে শহর কলকাতার সম্পর্কের কথা অনেকেই জানেন। এশহর বললে ভুল হবে, বরং এই বাংলায় নানা জায়গায় তিনি থেকেছেন। কলকাতায় একসময় ঝালমুড়ি খেয়ে কাটিয়ে দিয়েছেন।

Advertisment

এই শহরের সঙ্গে তাঁর যেই সম্পর্ক, তাঁর থেকে বড় এখন তিনি এখানের জামাইবাবু। জয়া বচ্চনের সঙ্গে বিয়ে হওয়ার পর থেকে তাঁকে বাঙালিদের একজন ধরা হয়। এই শহরের খাবার থেকে পোশাক, সবকিছুর ওপরেই তাঁর বেশ দখল। আর এবার যখন আমির খান তাঁকে প্রশ্ন করলেন, যে কলকাতার বুকে তিনি কী করে বেড়াতেন, সেই নিয়েই যা উত্তর দিলেন।

অমিতাভ বচ্চন এবং কলকাতা মানেই এক অদ্ভুত সম্পর্ক। এখান থেকেই তাঁর যাত্রাপথ শুরু হয়েছিল। আর অমিতাভের জন্মদিন উপলক্ষে কৌন বানেগা ক্রোড়পতি অনুষ্ঠানে এসেছিলেন আমির খান। অভিনেতা সকলের সামনে প্রকাশ্যে প্রশ্ন করেন, আপনি কলকাতায় যখন থাকতেন, সন্ধেবেলা কাজের পরে কী করতেন?

ইন্ডাস্ট্রিতে অ্যাংরি ইয়াং ম্যান নামে পরিচিত এই মানুষটির মহিলা ফ্যান ফলোয়িং ছিল দারুণ। কিন্তু, এই প্রশ্নটি শুনেই যেন অদ্ভুত আচরণ করতে শুরু করলেন তিনি। কেন? প্রশ্ন শুনেই তিনি বলেন... হ্যাঁ! হুম! কিন্তু তাঁকে উত্তর দিতে দেখা যায় নি। কিন্তু, এটুকু পরিষ্কার, তিনি মজার ছলেই সবটা করেছেন।

অমিতাভের জন্মদিনে এর আগে এসেছিলেন অভিষেক বচ্চন। আর আমির যখন এসেছেন তখন অনেক প্রশ্ন যে উঠবে একথা নতুন না। ফের একবার নানা প্রশ্নের সম্মুখীন হয়েছেন তিনি। এখানেও ব্যতিক্রম না। তাঁর থেকেও বড় কথা। আমির যে অমিতাভের সবথেকে বড় ভক্ত, তাঁর প্রমাণ পর্যন্ত দিয়েছেন তিনি। কীভাবে?

সিনিয়র বচ্চনকে তিনি প্রশ্ন করেন, আপনি আপনার বিয়ের তারিখ বলতে পারবেন? যথারীতি সঠিক উত্তর দেন তিনি। কিন্তু আমির থামার নয়। তিনি সোজা বলেন, আমার কাছে প্রমাণ আছে। এই দেখুন। আপনার বিয়ের কার্ড। এটুকু দেখেই যেন আঁতকে উঠলেন। অবাক অমিতাভ বচ্চন। তবে, আমিরকে প্রশংসায় ভরালেন।

KBC bollywood aamir khan Amitabh bacchan
Advertisment