অমিতাভ বচ্চন হতে গেলে ঠিক কী কী লাগে? কতটা প্রতীক্ষা, কতটা উপেক্ষা এমনকি অপেক্ষার প্রহর গুনতে হয় মারাত্মক। ভারতীয় ছবির সবথেকে বড় সুপারস্টারকেও প্রত্যাখ্যান সহ্য করতে হয়, শুধু তার গলার আওয়াজের কারণে। এমনকি, অল ইন্ডিয়া রেডিও থেকেও তিনি বাদ পড়েছিলেন।
Advertisment
আজ তাঁর জন্মদিন। ৮১ তে পা রাখলেন অভিনেতা। কিন্তু, আজও সেই ক্যারিশমা, আজও বাড়ির সামনে তাঁকে একবার দেখার অপেক্ষায় দাঁড়িয়ে থাকেন মানুষ। কারণ তিনি বিগ বি। সিনে ইন্ডাস্ট্রির সঙ্গে তাঁর সম্পর্ক অবিচ্ছেদ্য। শুরুটা হয়েছিল কলকাতা দিয়েই। স্বপ্নের দিকে পা বাড়িয়েছেন সিটি অফ জয়ের অলি গলি পেরিয়ে। কয়লাখনি এলাকায় পোস্টিং, কিন্তু সিনেমার প্রতি টান ছিল সাংঘাতিক। কত টাকা মাইনে ছিল তাঁর?
সহজ করেই বাংলা বলতে পারেন তিনি। কলকাতায় যখন এসেছিলেন, কোনওমতে দিন চলত তাঁর। মাস গেলে কত টাকা পেতেন? অভিনেতা জানান, মাইনে ছিল ৪০০ টাকা। তাঁর মধ্যে বাড়ি ভাড়া দিয়ে, খেয়েদেয়ে ৩০০ টাকা মত বেরিয়ে যেত। তো, কেটে কুটে হাতে যা থাকত.. সেটা আর। অভিনেতা আরও বলেন, "কীভাবে দিন পার করতাম এটা বলাও যাবে না।" কিন্তু ইন্ডাস্ট্রিতে আসার পর থেকেই তাঁর ভাগ্য খুলতে শুরু করে। কোলকাতার সঙ্গে তাঁর আলাদাই সম্পর্ক।
অভিনেতা মনে করেন ডিপ্রেশনের ওষুধ হল কলকাতা। এখানে এসে যে ভালবাসা তিনি পান, সেটা গোটা বিশ্বের কোথাও পান না। বিশেষ করে, সত্যজিৎ রায়ের সঙ্গে এক অদ্ভুত মিল খুঁজে পান তিনি। সেকথাই প্রকাশ্যে জানিয়েছেন তিনি। বললেন...
"মানিকদার ঘরটা অদ্ভুত ছিল। এতটাই অন্যরকম যে, খুব সুন্দর একটা ভাইব আসত। চারপাশে এত বই, এত কিছু.. মাঝেখানে একটা পিয়ানো, সেটা উনি বাজাতেন। নিজে সুর কম্পোজ করতেন। কিন্তু, চারদিকে কাগজের ছড়াছড়ি। উনি কী করে এতকিছু মনে রাখতেন, এটাই আমি অবাক হই। মাঝেমধ্যে, আমার স্টাডিতে যখন সবকিছু ছড়িয়ে রাখি, অগোছালো থাকে। তখন জয়া বলে, কী অবস্থা ঘরের? এরম কেউ করে রাখে? আমি তখন ইন্টেলেকচুয়াল হয়ে একটাই কথা বলি, মানিকদার ঘরটাও কিন্তু এরকমই।" এটুকু বলেই হেসে ফেলেন তিনি।
আজও জলসার অর্থাৎ তাঁর বাড়ির সামনে যে ভিড় হয়, তাতে মাছি গলার জায়গা থাকে না। কাজ করছেন একের পর এক। একদিকে যেমন রিয়ালিটি শো সামলাচ্ছেন অন্যদিকে, সিনেমার কাজ করছেন। আজ তাঁর জন্মদিনে অসংখ্য শুভেচ্ছা পাচ্ছেন তাঁর অনুরাগীদের তরফে। তারকারাও বাদ পড়েননি সেই তালিকায়। সিদ্ধার্থ মালহোত্রা থেকে সঞ্জয় দত্ত, কাজল বেশিরভাগই বলিউডের শাহেনশাহকে শুভেচ্ছা জানিয়েছেন।