Ayesha Kapur wedding: বিয়ের পিঁড়িতে ঈশান খট্টরের প্রাক্তন, কার সঙ্গে সাত পাক অমিতাভের সহ অভিনেত্রী আয়েশার?

Ayesha Kapur Marriage: ঈশান খট্টরের সঙ্গে প্রেম ভাঙার পর আয়েশার জীবনে আসে নতুন প্রেমের বসন্ত। দীর্ঘদিনের বন্ধু অ্যাডাম ওবেয়রের সঙ্গে জীবনের নতুন ইনিংস শুরু করলেন ব্ল্যাক খ্যাত অভিনেত্রী।

Ayesha Kapur Marriage: ঈশান খট্টরের সঙ্গে প্রেম ভাঙার পর আয়েশার জীবনে আসে নতুন প্রেমের বসন্ত। দীর্ঘদিনের বন্ধু অ্যাডাম ওবেয়রের সঙ্গে জীবনের নতুন ইনিংস শুরু করলেন ব্ল্যাক খ্যাত অভিনেত্রী।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
জীবনের নতুন ইনিংস শুরু করলেন ব্ল্যাক খ্যাত অভিনেত্রী।

জীবনের নতুন ইনিংস শুরু করলেন ব্ল্যাক খ্যাত অভিনেত্রী

Ayesha Kapur: সালটা ছিল ২০০৫। সেই বছর বিগ স্ক্রিনে মুক্তি পেয়েছিল ব্লকবাস্টার মুভি 'ব্ল্যাক'। অমিতাভ বচ্চন ও রানি মুখোপাধ্যায় অভিনীত এই ছবির জন্য অভিনেতা বিগ বি, পরিচালক সঞ্জয়লীলা বনসালী ও পোশাকশিল্পী সব্যসাচী মুখোপাধ্যায়ের ঝুলিতে এসেছিল জাতীয় পুরস্কার। রানি মুখোপাধ্যায়েক মেয়েবেলার চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছিলেন আয়েশা কাপুর। দেখতে দেখতে কেটে গিয়েছে ২০ বছর। ছোট্ট আয়েশা এখন মিস টু মিসেস। দীর্ঘদিনের বন্ধু অ্যাডাম ওবেরয়ের সঙ্গেই মালাবদল করলেন আয়েশা।

Advertisment

 ২২ মার্চ দিল্লিতে বসেছিল বিয়ের আসর। পঞ্জাবি মতে চার হাত এক হয়েছে অ্যাডাম-আয়েশার। সোশ্যাল মিডিয়ায় ব্রাইডল লুকের বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন অমিতাভের সহ অভিনেত্রী। গোলাপি রঙের লেহেঙ্গার সঙ্গে মানাইসই ওড়না, হাতে লাল চূড়া, রুপোর গহনাতে সাবেক সাজে সেই ছোট্ট আয়েশা অ্যাডামের দিলওয়ালে দুলহানিয়া।

অন্যদিকে সাদা শেরওয়ানির সঙ্গে ম্যাচিং প্যান্ট আর গোলাপি পাগরিতে বরবেশে যেন আয়েশা-অ্যাডাম পারফেক্ট জোড়ি। বিয়ের দিন আয়েশার বন্ধুরা বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। যা দেখে বোঝাই যায়, পরিবার ও কাছের মানুষদের নিয়েই জীবনের নতুন জার্নি শুরু করেছেন।

Advertisment

বিয়ের মন্ডপে পৌঁছনোর আগে লেহেঙ্গা সামলে গাড়ি থেকে নামার একটি ভিডিও-ও সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন আয়েশার এক বন্ধু। আদামের সঙ্গে পরিচয়ের আগে ধড়ক অভিনেতা ঈশান খট্টরের সঙ্গে সম্পর্কে ছিলেন আয়েশা। প্রেম ভাঙার পরই অভিনেত্রীর জীবনে নতুন প্রেমের বসন্ত হয়ে ধরা দেন অ্যাডাম ওবেরয়। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই একসঙ্গে ছবি শেয়ার করতেন তাঁরা। 

২০০৫-এ ব্ল্যাকে শিশুশিল্পী হিসেবে কাজ করে পরিচিতি পান আয়েশা। আজও তাঁর অভিনয়ের প্রশংসা লোকমুখে ফেরে। ২০০৯-এ সিকন্দর-এ আরও একবার শিশুশিল্পী হিসেবে অভিনয়ের সুযোগ পান। এরপর অভিনয় থেকে নিজেকে খানিকটা গুটিয়ে নিয়েছিলেন। কিছুটা বিরতির পর শেখর কাপুরের 'পানি'-তে সুশান্ত সিং রাজপুতের সঙ্গে কাজ করেছিলেন। যদিও সেই ছবি মুক্তি পায়নি। ২০২২-এ আনুষ্ঠানিকভাবে কামব্যাকের কথা ঘোষণা করেছিলেন। 'হরি কা ওম' ছবির মাধ্যমেই বলিউডে ফেরার কথা বলেছিলেন। কিন্তু, সেই খবরের আর কোনও লেটেস্ট আপডেট দেননি আয়েশা। 

Bollywood Couple bollywood movie Bollywood Wedding Ayesha Kapur Bollywood News bollywood actress