Advertisment
Presenting Partner
Desktop GIF

'বধাই হো' টিমকে শুভেচ্ছাবার্তা পাঠালেন অমিতাভ বচ্চন

বৃহস্পতিবার বধাই হো ছবির টিমকে হাতে লিখে শুভেচ্ছা বার্তা পাঠান অমিতাভ বচ্চন। পরিচালক অমিত আর শর্মা ও নীনা গুপ্তার তৈরি ছবিতে রয়েছেন আয়ুষ্মান খুরানা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বধাই হো ছবির টিমকে হাতে লিখে শুভেচ্ছা বার্তা অমিতাভ বচ্চনের।

মেগাস্টার অমিভাত বচ্চন বৃহস্পতিবার বধাই হো ছবির টিমকে হাতে লিখে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। পরিচালক অমিত আর শর্মা ও নীনা গুপ্তার তৈরি এই ছবিতে রয়েছেন আয়ুষ্মান খুরানা। নীনা নিজে টুইটারে ছবি শেয়ার করেন সেই চিঠি। সিনিয়র বচ্চন ছবিটা দেখার পর শুভেচ্ছা বার্তা পাঠান তাদের। বলিউড শাহেনশাহ চিঠি পেয়ে আহ্লাদিত পরিচালকদ্বয়।

Advertisment

আরও পড়ুন, শ্রীসান্থের দাবি, দীপিকা এবং করণবীর স্বার্থপর হয়ে গিয়েছেন

সানিয়া মালহোত্রাকে ছবিতে দেখা যাবে আয়ুষ্মান খুরানার প্রেমিকার ভূমিকায়। নীনা গুপ্তা ছাড়াও ছবিতে রয়েছেন সুরেখা সিকরি, গজরাজ রাও ও শীবা চাড্ডার মতো কলাকুশলীরা। আর পরিচালনার গুরুভার সামলেছেন অমিত রবিন্দরনাথ। এই কমেডি ছবির চিত্রনাট্যকার শান্তনু শ্রীবাস্তব ও অক্ষত ঘিদলিয়াল। সব মিলিয়ে বেশ মার্জিত কাস্ট নিয়েই তৈরি হয়েছে বধাই হো। নতুন ছবি রিলিজ হলেও ক্রমাগত ভাল ফল করছিল এই ছবি। এমনকি ১০০ কোটির ক্লাবেও পৌঁছে গিয়েছে বধাই হো। ট্রেড অ্যানালিসিস্ট তরণ আদর্শ নিজে টুইট করে জানিয়েছেন এই খবর।

মধ্যবয়সী দম্পতিকে নিয়ে কমেডি ড্রামা এই ছবি। এই দুই ভূমিকায় দেখা গিয়েছে গিরিরাজ রাও ও নীনাকে। যেখানে অপ্রত্যাশিত সন্তানের আগমনে বিব্রত। ১৮ অক্টোবর মুক্তি পয়েছে বধাই হো।

Read the full story in English 

Ayushmann Khurrana amitabh bachchan
Advertisment