১৯৭১ সালে ‘গুড্ডি’ ছবির সেটে পরিচয়ের পর, অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন আজও একসঙ্গে ৫০ বছরেরও বেশি সময় ধরে সংসার করছেন। কিন্তু জয়া ছিলেন না অমিতাভের জীবনের প্রথম প্রেম। সম্প্রতি এক সাক্ষাৎকারে খ্যাতনামা সেলিব্রিটি জীবনীকার- হানিফ জাভেরি অমিতাভ বচ্চনের প্রথম প্রেম এবং সম্পর্ক ভাঙার পেছনের কাহিনী প্রকাশ করেছেন।
হানিফ জানিয়েছেন, অমিতাভের মুম্বাইয়ে আসার আগেই তিনি প্রেমে পড়েছিলেন ‘মায়া’ নামের এক মহিলার। তখন অমিতাভ কলকাতায় বার্ড অ্যান্ড কোম্পানিতে চাকরি করতেন এবং মাসে ২৫০-৩০০ টাকা আয় করতেন। মায়া ছিলেন ব্রিটিশ এয়ারওয়েজে কর্মরত এবং দুজনেই একে অপরকে গভীরভাবে ভালোবাসতেন।
পরবর্তীতে অমিতাভ সিনেমায় ভাগ্য পরীক্ষা করতে মুম্বাই চলে আসেন। প্রথমে জুহুর একটি বাংলোয় উঠেছিলেন। সেটা ছিল, তার মা তেজি বচ্চনের এক বন্ধুর বাড়ি। মায়া প্রায়শই অমিতাভকে দেখতে সেখানে যেতেন, কিন্তু মা কিছু জেনে ফেলবেন এই আশঙ্কায় অমিতাভ ওই বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। এই সময়েই তিনি ‘সাত হিন্দুস্তানি’ ছবিতে কাজ শুরু করেন এবং মেহমুদের ভাই আনোয়ার আলির সঙ্গে পরিচয় হয়। আনোয়ার তার দুশ্চিন্তা বুঝে তাকে নিজের ফ্ল্যাটে থাকতে দেন।
হানিফ বলেন, "অমিতাভ এবং মায়া তখনও সম্পর্কে ছিলেন। হয়তো বিয়েও করে ফেলতেন, কিন্তু তখন অমিতাভ পেশাগতভাবে স্থিতিশীল ছিলেন না। আর মায়া ছিলেন কিছুটা রূঢ় স্বভাবের। তিনি মাঝে মাঝে অমিতাভের সঙ্গে প্রকাশ্যে ঝগড়া-অশান্তি করতেন, যা তার বন্ধুরা একেবারেই পছন্দ করত না। অমিতাভ নিজেও এতে অস্বস্তি বোধ করতেন।