আরজি কর কান্ডের প্রতিবাদে সরব হয়েছিলেন বলিউডের অনেক তারকারাই। আলিয়া ভাট থেকে করিনা কাপুর, মেয়েদের সঙ্গে হওয়া নারকীয় অত্যাচার, ধর্ষণের অভিযোগে তারা আওয়াজ তুলেছিলেন। আর এবার সেই নিয়েই মুখ খুললেন, অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা।
কিছুদিন ধরেই তাকে নিয়ে নানান সমালোচনা চলছে। তার কারণ তিনি IIT আহমেদাবাদে নিজের ক্যারিয়ার এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, ভর্তি হয়েছেন। সুবিধা প্রাপ্ত একটি পরিবার থেকে আসার দরুন, তাকে নানান কটাক্ষ করা হয়েছে। কিন্তু, এরপরই নভ্যা আরজি করে ঘটে যাওয়া তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনার প্রতিবাদে আওয়াজ তুললেন।
তার কথায়, কিন্তু সমস্যা শুধু ঘটনাগুলো নয়, সমস্যা এই ক্রাইমের দায়িত্ব না নেওয়ায়, দায়িত্ব এড়িয়ে যাওয়ায়। কর্মক্ষেত্রে তো বটেই তবে বাড়িকে মেয়েদের বসবাসের জন্য নিরাপত্তায় নিশ্চিত করতে হবে। কঠিন নিয়ম এবং আইন আনতে হবে এর জন্য।
এবং তিনি পাশাপাশি এও বলেন, "শুধু কঠিন নিয়ম এবং আইন আনলেই চলবে না বরং সমাজ যাতে সেই নিয়ম ফলো করে সেই দিকেও খেয়াল রাখতে হবে। নিয়ম এবং আইন যা করার করবে। কিন্তু সমাজের মানুষ হিসেবে আমাদের উচিত, সকলের জন্য ভাবা। বেশ সহজ কথায় তিনি আরো জানিয়ে দেন যে সমাজে যেমন মহিলাদের নিরাপত্তার প্রয়োজন রয়েছে,তেমন সমাজ বদলের ও প্রয়োজন রয়েছে। চেষ্টা করতে হবে এমন কিছু করার যাতে মানুষ ভুল করেও এই ধরনের অপরাধ না করে। কোনও মেয়ে এগুলো ডিজার্ভ করে না। মেয়েরা দারুণ কিছুর দাবি রাখে, আমি জোর গলায় বলতে পারি।"
উল্লেখ্য, নভ্যা কিছুদিন আগেই মুখ খুলেছিলেন, তাকে কটাক্ষ করার বিষয় নিয়ে। তিনি সাফ জানিয়ে দিয়েছিলেন, মানুষ তাকে অনেক কিছুই বলেন। কিন্তু তিনি সবকিছুই খুব পজিটিভভাবে গ্রহন করেন। নিজের কাজ সম্পর্কে প্রতিক্রিয়া গ্রহণ করতে তিনি বেশ পছন্দ করেন। আর যাই করুন না কেন মানুষের বিরুদ্ধে বিরক্ত হতে পারেন না তিনি।
শেষ দেড়মাস, আর জি করের প্রতিবাদে আওয়াজ তুলেছেন অনেকেই। সাধারণ মানুষদের পাশাপাশি তারকারাও রয়েছেন সেই তালিকায়। এমনকি, এবার রাত দখলের পাশাপাশি, মহালয়ায় ভোর দখলের কর্মসূচিতে নামতে চলেছেন মেয়েরা।