Advertisment
Presenting Partner
Desktop GIF

ভয়ঙ্কর যন্ত্রণায় কাতরাচ্ছেন অমিতাভ, রাত-বিরেতে ডাক্তার ডাকতে হল জলসায়

অসুস্থ অমিতাভ বচ্চন! কী হয়েছে বিগ বি-র?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Amitabh Bachchan, Amitabh Bachchan health, Amitabh Bachchan news, Amitabh Bachchan Jalsha, Big B, Bollywood news, অমিতাভ বচ্চন, অসুস্থ অমিতাভ, অমিতাভ বচ্চনের বাংলো, জলসা, বলিউডের খবর

অমিতাভ বচ্চন

বুড়ো হাড়েও নবীন প্রজন্মের অভিনেতাদের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করে চলেছেন অমিতাভ বচ্চন। তাঁর এই অসীম এনার্জির কাছে নতজানু সকলেই..। সেইকারণেই বিগ বি তাঁদের কাছে এক আদর্শের নাম। লড়ে যাওয়ার অনুপ্রেরণা। সেই তিনিই কিনা এখন নতুন রোগে কাবু! পাঁজরের যন্ত্রণায় ছটফট করছেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে রাত-বিরেতেই অমিতাভের বাংলো জলসায় ডাক্তার ডাকতে হল।

Advertisment

চলতি মার্চ মাসেই হায়দরাবাদে 'প্রজেক্ট কে'র শুটিং করতে গিয়ে সেটে আহত হন অমিতাভ বচ্চন। ছবির এক অ্যাকশন সিকোয়েন্সের শুট করতে গিয়ে পাঁজরে চোট লাগে তাঁর। সেই চোট সারা যে সময় সাপেক্ষ, তা আগেভাগেই জানিয়ে দিয়েছিলেন অমিতাভ। তবে এবার আবার নতুন যন্ত্রণায় কাবু। যার জেরে চলাফেরা করা তো প্রায় দূরঅস্ত, মাটিতেই পা ফেলতে পারছেন না।

সম্প্রতি নিজের ব্লগেই স্বাস্থ্যের খবরাখবর দেন বিগ বি। সেখানেই জানান যে পাঁজরের তো যন্ত্রণা তো ছিলই, তার ওপর নতুন করে আরেক দুর্ভোগ! পায়ের নিচে গুঁফো হয়েছে। অমিতাভের বক্তব্যে যা 'কেলাস'।যার জেরে অসহ্য যন্ত্রণায় মাটিতে পা ফেলতে পারছেন না তিনি।

ঠিক কী হয়েছে অমিতাভ বচ্চনের? পায়ের পাতার চামড়া শুষ্ক হয়ে গিয়ে কড়ার মতো হয়েছে। তবে জটিল রোগ না হলেও অসহ্য যন্ত্রণা হয় এতে। বিগ বি-র সেই কড়ার মতো শক্ত অংশের মধ্যে আবার ফোস্কার সৃষ্টি হয়েছে, যার জেরে ভয়ঙ্কর কষ্ট পেতে হচ্ছে অমিতাভ বচ্চনকে। সেইজন্য রাতে জলসায় ডাক্তার ডাকতে হয় সম্প্রতি।

<আরও পড়ুন: নিমন্ত্রণ পেয়েও গরহাজির ‘দিদি’! কলকাতা থেকেই আশীর্বাদ মমতার, পাল্টা ধন্যবাদ স্বরা-ফাহাদের>

তবে এই কঠিন শারীরিক পরিস্থিতিও দমাতে পারেনি বিগ বির-র অদম্য মানসিক জোর। শত যন্ত্রণার মাঝেও তাই সোশ্যাল মিডিয়ায় লেখেন, "আপনাদের সবার আরোগ্য কামনাবার্তার জন্য ধন্যবাদ, খুব শিগগিরি সুস্থ হয়ে উঠব। ফের ব়্যাম্পে দেখা হবে।"

bollywood amitabh bachchan Entertainment News Bollywood News Jaya Bachchan
Advertisment