রবিবার অমিতাভ বচ্চন নিজেই তাঁর ফ্যানদের জানান অসুস্থ হয়ে পড়েছেন তিনি। যে কারণে শুটিং ফ্লোরে যেতে পারেন নি।
জুহুর জলসা বাড়ি থেকে প্রতি রবিবার তাঁর ভক্তদের দেখা দেন ৭৬ বছরের এই অভিনেতা । তবে তিনি জানিয়েছেন, চিন্তার বিষয় নেই, সামান্য ব্যাথা বেড়েছে বিগ বির।
শাহেনশাহ তার ব্লগে জানিয়েছেন, সানডে দর্শন দিতে পারলাম না । ব্যাথা বাড়ার কারণে বিছানায় শুয়ে বিশ্রাম নিচ্ছি। আপনাদের জানিয়ে দিলাম, চিন্তার বিষয় নয় কিন্তু বাইরে আসতে পারলাম না।
শেষ 'বদলা' ছবিতে অভিনয় করতে দেখা গেছে বিগ-বিকে। বর্তমানে তিনি অয়ন মুখোপধ্যায়ের 'ব্রক্ষাস্ত্র' ও 'তেরা ইয়ার হুঁ মে' ছবিতে অভিনয় করছেন।
Read the full story in English