Advertisment

কুল সাজতে গিয়েই ফ্যসাদে অমিতাভ! নাতি অগস্ত্যকে নিয়ে যে মন্তব্য করলেন…

নাতনি আরাধ্যাকে নিয়ে কুলুপ এঁটেছেন, কিন্তু নাতিকে যা বলছেন...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Amitabh Bachchan on Agastya : said you are a rizz

অমিতাভ-অগস্ত্য

ছেলের পর নাতি, সিনেমার সঙ্গে জুরলেন অমিতাভের নাতি অগস্ত্য নন্দা। অভিনেতা নতুন শুরুতেই পাশে পেয়েছেন সকলকে। তাদের, যাদের আশীর্বাদ পাওয়ার জন্য এই ইন্ডাস্ট্রিতে সকলকে অনেক স্ট্রাগল করতে হবে।

Advertisment

অমিতাভ নিজের নাতির বিশেষ দিনে যাবেন না, এও আবার হয় নাকি? এমনকি সঙ্গ দিলেন মামা অভিষেক। অগস্ত্যকে নতুন জীবনের শুভেচ্ছা জানিয়েই অভিষেক বলেন, "তোর যখন যা লাগবে আমায় বলিস..."। একদিকে, যখন সন্তান আরাধ্যার সঙ্গে তাঁর সম্পর্ক ক্রমশই আলগা হচ্ছে, তখনই ভাগ্নে ভাগ্নির সঙ্গে সম্পর্ক ক্রমশই ঠিক হচ্ছে।

গতকাল ভাগ্নি নব্যার জন্মদিনেও এক মিষ্টি বার্তা পোস্ট করেছিলেন তিনি। আর আজ অমিতাভ। নাতিকে তাঁর চেনা পথে হাঁটতে দেখেই যেন আবেগতাড়িত হয়ে পড়েছেন তিনি। শুধু তাই নয়, এমন এক শব্দের প্রয়োগ করলেন যাতে চমকে গেল গোটা সোশ্যাল মিডিয়া। কী এমন বললেন অমিতাভ?

আরও পড়ুন - ‘টলিউডে আর স্টার তৈরি হয় না..’, কিন্তু কেন? ‘কাবুলিওয়ালা’ মিঠুনের ইচ্ছেই ছিল না এই চরিত্র করার!

একসঙ্গে, তিন প্রজন্ম ছবি তুললেন। অমিতাভ - অভিষেক এবং অগস্ত্য। সাদা কালো এই ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। তিনজনকে একসঙ্গে, ছবি শেয়ার করেছেন অমিতাভ। লিখছেন..."অগস্ত্য, অনেকটা ভালবাসা আর সবকিছু। সবসময় উজ্জ্বল হোক তোমার ভবিষৎ। তুমি একজন RIZZ!" আর এই শব্দ শুনেই বেশিরভাগ চমকে উঠেছেন সোশ্যাল মিডিয়ায়।

কেন? RIZZ শব্দের অর্থ ঠিক এমনই... অক্সফোর্ড এর অর্থ অনুযায়ী Rizz শব্দের অর্থ যারা খুব আকর্ষণীয় হন এবং সহজেই কাউকে নিজের স্টাইল দিয়ে ঘায়েল করতে পারেন। নিজের নাতির জন্য যে এই শব্দের ব্যবহার করেছেন তিনি এতেই চমকে গিয়েছেন বেশিরভাগ। অমিতাভ এই শব্দ জানেন? কেউ কেউ তো এমন বললেন, "আপনি এটা জানেন? সে কী?"

agastya nanda amitabh bachchan bollywood Entertainment News
Advertisment