রামলালা আসার চমৎকার বোধহয় একই বলে। ২২ তারিখ অযোধ্যায় নিজের বাড়ি ফিরছেন রঘুপতি রাঘব রাম। আর সেই পুণ্যস্থানে আমন্ত্রিত অতিথিদের তালিকাও বিরাট। রয়েছেন অমিতাভ থেকে রজনীকান্ত। কিন্তু, এর পাশাপাশি অমিতাভ ফের একবার খবরে...
বিগ বি অযোধ্যা ছাড়তে নারাজ! সেকারণেই এবার রামের জন্মভূমির সঙ্গে সম্পর্ক আরও পাকা পোক্ত করতে চাইছেন। অভিনেতা নাকি সেখানে ১০ হাজার স্কয়ারফিটের জমি কিনেছেন! তাঁর জন্য খরচ হয়েছে কোটি কোটি টাকা। কিন্তু হঠাৎ কেন অযোধ্যায়? সরায়ুতে একটি খালি প্লট যেটির তদারকি করছেন মুম্বাইয়ের এক নির্মাতা সেখানেই জায়গা কিনেছেন অমিতাভ।
আরও পড়ুন - রামমন্দির নিয়ে ধ্যাস্টামো! নচিকেতার মন্তব্যে রুদ্রর প্রশ্ন, ‘রাজ্য সরকারের করুণা পেয়েছেন?’
কত খরচ পড়ল তাঁর? ( Amitabh Bachchan's Ayodhya Plot )
সূত্রের খবর, এই জমি কিনতে অমিতাভের খরচ হয়েছে প্রায় ১৪.৫ কোটি টাকা। যদিও, এই সংক্রান্ত বেশিরভাগ তথ্য গোপন রাখা রয়েছে। সরায়ু প্রায় ৫১ একরে বিস্তৃত। সেখানেই তিনি জমি কিনেছেন। ২২ তারিখ রামমন্দির উদ্বোধনের পাশাপাশি বাকি সব শুভকাজ হবে এই অঞ্চলে। রামজন্মভূমি উপলক্ষে সেখানে নির্মাণ করা হয়েছে ১০ লক্ষের বেশি জনগণ আধারিত বিমান বন্দর।
হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এই স্থান যে পরবর্তীতে আরেক ধাম হয়ে উঠতে চলেছে সেকথা বলাই যায়। অনেকেই পায়ে হেঁটে পাড়ি দিয়েছেন সেই উদ্দেশ্যে। তবে, এমন পুন্যস্থানে জমি কিনে আনন্দে আত্মহারা বিগ বি। তিনি বলছেন...
"আমি নিজেও চেয়ে আছি সেই জায়গায় দিকে। আশা করি, খুব সুন্দর কিছু হতে চলেছে। এই জায়গা আমার মনে বেশ অনেকদিন ধরেই গচ্ছিত রয়েছে। যুগের পর যুগ ধরে যে আধ্যাত্মিক শক্তি এবং সাধনার যোগ রয়েছে এই জায়গার সঙ্গে আমায় মুগ্ধ করে। গোটা দেশকে জুড়েছে এই একটা স্থান। আমার কাছে একদম মনোমুগ্ধকর একটা যাত্রা হতে চলেছে।"