তিনি বলিউড শাহেনশা। কাজে ও খ্যাতিতে তাঁর তুলনা মেলা যে ভার, একথা আরও একবার প্রমাণ করলেন তিনি। উত্তরপ্রদেশের কৃষকদের ঋণ শোধ করতে সাহায্য করবেন সিনিয়র বচ্চন। ৭৬ বছরের অভিনেতা ওই রাজ্যের ১৩৯৮ জন কৃষকের লোন শোধ করবেন। যার সার্বিক মূল্য ৪.০৫ কোটি টাকা। নিজের ব্লগে একথা জানিয়েছেন স্বয়ং বিগ বি। তিনি লেখেন, ''সর্বক্ষণ যে বোঝা নিয়ে কৃষকরা চলেন, সেটা কিছুটা সরিয়ে দিতে পেরে কৃতজ্ঞ...
প্রথমে মহারাষ্ট্রে ৩৫০ জন চাষীর ঋণ শোধ করার উদ্যোগ নেওয়া হয়েছিল... এখন উত্তরপ্রদেশ এবং ১৩৯৮ কৃষকের ব্যাঙ্কে ঋণের অঙ্ক ৮.০৫ কোটি টাকা। আর এই ইচ্ছে পূরণে মনের শান্তির বিকাশ ঘটে''। সিনিয়র বচ্চন নিজে ৭০ জন চাষীকে বাছাই করেছেন যারা মুম্বই এসে নিজেদের ব্যাঙ্কের চিঠি সংগ্রহ করতে পারেন।
নিজের ব্লগে ঋণ শোধের কথা জানিয়েছেন অমিতাভ বচ্চন।
আরও পড়ুন, ‘সেক্রেড গেমস’-এর গাইতোন্ডের সঙ্গে সাক্ষাৎ ‘নারকোস মেক্সিকো’-র ফেলিক্সের
এর আগেও কেরালায় বন্যা আক্রান্তদের জন্য ৫১ লক্ষ টাকা দান করেছেন বিগ বি। বলিউডে এমন নজির এর আগেও দেখা গিয়েছে। শুধুমাত্র অমিতাভ বচ্চন নয়, নানা পাটেকর ও নওয়াজউদ্দিন সিদ্দিকীও কৃষকদের ভালর জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন। এদিকে অমিতাভ বচ্চনের সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ছবি 'ঠাগস অফ হিন্দোস্থান' বক্সঅফিসে ছাপ ফেলতে পারেনি। তাঁর হাতে নাগরাজ মঞ্জুলের ছবিও রয়েছে, কৌন বনেগা ক্রোড়পতিকে সাফল্যের শীর্ষে নিয়ে গিয়েছেন অমিতাভ বচ্চন। এত ব্যস্ততার মধ্যেও সামাজিক কল্যাণে অগ্রভাগে তাঁরই নাম আসে।
Read the full story in English