কাল থেকে শোকগ্রস্ত সমস্ত দেশ, রাস্তার অলিগলি থেকে বাড়ির অন্দরমহল এখন একটাই আলোচনা - সবার প্রিয় লতা আর ফিরবে না, সেই এক এবং অনন্য স্বর আর নতুন করে গাইবে না। বিশেষ করে কাছের মানুষদের সঙ্গে তার সম্পর্ক ছিল দেখবার মত - তাদের মধ্যে একজন শ্রী অমিতাভ বচ্চন ( Amitabh Bachchan )। একসঙ্গে যেমন ছবিতে কাজ করেছেন, তেমনই নানা জায়গায় শোও করেছেন। কাল পৌঁছেছিলেন লতা মঙ্গেশকরের ( Lata Mangeshkar ) বাড়িতে, স্মৃতিতে ভেসে আসছে হাজারো কথা, একটি ভিডিও শেয়ার করেই শিল্পীকে শ্রদ্ধা জানিয়েছন তিনি।
Advertisment
বহু পুরনো একটি ভিডিওতে লতাজী স্টেজে ওঠার আগেই তার সম্পর্কে এক দারুণ অনুবন্ধ বলেন তিনি। তাতে বর্ষীয়ান শিল্পীর প্রতি শ্রদ্ধা ছিল অটল। অমিতাভকে বলতে শোনা যায়, এমন একজন মানুষ যিনি শুধু দেশের নয় গোটা বিশ্বের আওয়াজ তাকে আর কীভাবে পরিচয় করাবেন তিনি। সঙ্গীত তাকে দিয়েই শুরু, আর তার মধ্যেই শেষ - তার গলা এবং সুরের বাঁধন 'সহস্রাব্দের কণ্ঠ'।
লতা মঙ্গেশকর সুরের জাদুকর - স্বয়ং তার গলায় মা সরস্বতী বসে রয়েছেন, অমিতাভ বলেন তুলনা করা ঠিক নয়! তবে সেতারের যেমন সহানুভূতিশীল স্ট্রিং থাকে বড় সুর বাজলে সেগুলিও আলতো ভাবে বাজতে শুরু করে ঠিক তেমনই লতাজীর গলাতেও সেই বিশুদ্ধতা, মধুরতা রয়েছে যেটি আপামর সাধারণ মানুষের আত্মাকে আলোড়িত করতে পারে। এখানেই শেষ করেননি তিনি, আবেগের সুরেই বলেছিলেন - 'সঙ্গীত এবং ভগবানের মধ্যে এক অদ্ভুত যোগ সম্পর্ক রয়েছে এবং তার মিলিত নামই হল লতা মঙ্গেশকর, তিনি সত্যিই মা সরস্বতীর রূপ।'
ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন, সেই আওয়াজ আমাদের ছেড়ে চলে গেছে যা চারিদিক সমৃদ্ধ করত। এবার স্বর্গের সিঁড়ি মুখরিত হবে তার সুরের নেশায়। অমিতাভ নিজেই বলেছিলেন পাশের দেশের একমাত্র একটিই আক্ষেপ যে তাদের কাছে সব আছে শুধু লতা মঙ্গেশকর নেই! তিনি অমূল্য, তাঁকে নিয়ে গর্বের শেষ নেই.... আজও তিনি সমান দামী।