শেষে কিনা, অমিতাভ বচ্চনকে গ্রেফতার! এও সম্ভব? এই বয়সে এমন একজন বর্ষীয়ান নেতাকে ধরে টানাটানি, সোশ্যাল মিডিয়ায় অমিতাভের পোস্ট ঘিরে বিতর্ক।
Advertisment
অভিনেতাকে নিয়ে কিছুদিন ধরেই চর্চা। হেলমেট ছাড়া নাকি বাইকে করে শহরের রাস্তায় ঘুরে বেড়িয়েছেন তিনি। প্রকাশ্যেই অনেকে মন্তব্য করেছিলেন, হেলমেট ছাড়া বাইকে, জরিমানা হতে পারে আবার জেল ও হতে পারে। যদিও পরবর্তীতে নির্জর ব্লগে বচ্চন জানিয়েছিলেন, সবটাই মজার ছলে। আসলে ছবির শুটিংই করছিলেন তিনি। রবিবারের রাস্তায় সঠিক নির্দেশ মেনেই শুটিং করছিলেন। তবে কি শেষরক্ষা হল না?