শেষে কিনা, অমিতাভ বচ্চনকে গ্রেফতার! এও সম্ভব? এই বয়সে এমন একজন বর্ষীয়ান নেতাকে ধরে টানাটানি, সোশ্যাল মিডিয়ায় অমিতাভের পোস্ট ঘিরে বিতর্ক।
অভিনেতাকে নিয়ে কিছুদিন ধরেই চর্চা। হেলমেট ছাড়া নাকি বাইকে করে শহরের রাস্তায় ঘুরে বেড়িয়েছেন তিনি। প্রকাশ্যেই অনেকে মন্তব্য করেছিলেন, হেলমেট ছাড়া বাইকে, জরিমানা হতে পারে আবার জেল ও হতে পারে। যদিও পরবর্তীতে নির্জর ব্লগে বচ্চন জানিয়েছিলেন, সবটাই মজার ছলে। আসলে ছবির শুটিংই করছিলেন তিনি। রবিবারের রাস্তায় সঠিক নির্দেশ মেনেই শুটিং করছিলেন। তবে কি শেষরক্ষা হল না?
পুলিশের গাড়ির সামনে মাথা নীচু করে দাঁড়িয়ে আছেন অমিতাভ। মুখে চিন্তার রেশ, কপালে ভাঁজ পড়েছে। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করেছেন নিজেই। ক্যাপশনে লিখলেন, “গ্রেফতার”। যদিও, এই ছবিও নেহাত মজার ছলেই পোস্ট করেছেন তিনি। কিন্তু, হঠাৎ করে দেখেই চমকে গিয়েছেন সকলে। সিনিয়র বচ্চনকে দিন কয়েকের ঘটনার কারণে গ্রেফতার? যেন চমকে উঠেছেন তাঁরা।
উল্লেখ্য, অভিনেতার পোস্ট দেখে মজা নিয়েছেন অনেকেই। কেউ বললেন, আপনাকে কে গ্রেফতার করবে? আবার কেউ বললেন…স্যার আপনাকে এইজন্যই এত ভালবাসি।