শারীরিক অসুস্থার কারণে জাতীয় পুরস্কার প্রদানের অনুষ্ঠানে উপস্থিত থেকে দাদা সাহেব ফালকে পুরস্কার নিতে পারেননি অমিতাভ বচ্চন। সে কারণেই এই বিশেষ অনুষ্ঠানের অয়োজন করেছিল ভারত সরকার। রবিবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাত থেকে দাদা সাহেব ফালকে পুরস্কার নিলেন বিগ বি।
টুইটারে নিজের অসুস্থতার কথা জানিয়ে অমিতাভ বচ্চন লিখেছিলেন, ”ট্রাভেল করতে বারণ করেছেন চিকিৎসক। সে কারণেই জাতীয় পুরস্কারের অনুষ্ঠানে যেতে পারছি না। দুভার্গ্যজনক। অনুশোচনা।”
আরও পড়ুন, বিতর্কিত টলিউড, ২০১৯-এ ফিরে দেখা টলিপাড়ার উল্লেখযোগ্য ঘটনাগুলি
১৯৬৯ সালে দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া শুরু হয়েছিল। ঘটনাচক্রে বিগ বি-র ডেবিউ ছবি ‘সাত হিন্দুস্থানী’-র জন্য এই পুরস্কার পেয়েছিলেন তিনি। স্বর্ণ কমলে সম্মানিত হয়েছিলেন তিনি। পুরস্কার মূল্য ছিল ১০ লক্ষ টাকা।
সামনে বেশ কয়েকটি কাজ রয়েছে তাঁর। ‘ব্রহ্মাস্ত্র’, ‘গুলাবো সিতাবো’-র মতো ছবি মুক্তির অপেক্ষায়। শেষ তেলেগু পিরিয়ড ড্রামা ‘সে রা নরসিংঽম রেড্ডি’-ছবিতে চিরঞ্জীবির সঙ্গে পর্দায় দেখা গিয়ছিল শাহেনশাহকে।