বিগ-বির কি করোনা সেরে গেছে? আসল খবর নিজেই জানালেন

চিকিৎসায় ভালোই সাড়া দিচ্ছেন মহাতারকা অমিতাভ বচ্চন, পুত্র অভিষেক বচ্চন, পুত্রবধূ ঐশ্বর্য রাই বচ্চন, নাতনি আরাধ্যা বচ্চন।

চিকিৎসায় ভালোই সাড়া দিচ্ছেন মহাতারকা অমিতাভ বচ্চন, পুত্র অভিষেক বচ্চন, পুত্রবধূ ঐশ্বর্য রাই বচ্চন, নাতনি আরাধ্যা বচ্চন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

অমিতাভ বচ্চন

কেমন আছেন অমিতাভ বচ্চন? বৃহস্পতিবার সকাল থেকে হঠাত্্ই রব ওঠে কোভিড মুক্ত হয়েছেন বিগ-বি। কিন্তু সেই খবর ভুল বলে নিজেই জানিয়েছেন অভিনেতা। সংক্রমণ ধরা পড়ার পর ভক্তদের সঙ্গে নিয়মিত সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ রাখছেন অমিতাভ। এখনও তিনি মুম্বইয়ের নানাবতী হাসপাতালে চিকিত্্সাধীন রয়েছেন।

Advertisment

তিনি টুইট করে জানিয়েছেন, 'এই খবর ভুঁয়ো, দায়িত্বজ্ঞানহীন, মিথ্যে'।

করোনা চিকিৎসায় ভালোই সাড়া দিচ্ছেন মহাতারকা অমিতাভ বচ্চন, পুত্র অভিষেক বচ্চন, পুত্রবধূ ঐশ্বর্য রাই বচ্চন, নাতনি আরাধ্যা বচ্চন। এমনটাই জানিয়েছে হাসপাতাল।

Advertisment

৭৭ বছরের কিংবদন্তি এবং ৪৪ বছরের পুত্র অভিষেক করোনা ধরা পড়ার পরেই নানাবতী হাসপাতালে ভর্তি হয়েছিলেন জুলাইয়ের ১১ তারিখ। এর একসপ্তাহ পরে ঐশ্বর্য এবং আরাধ্যাকে এই হাসপাতালে ভর্তি করা হয়। তার আগে মা এবং কন্যা বাড়িতেই সেল্ফ কোয়ারেন্টানে ছিলেন।

amitabh bachchan