Amitabh Bachchan KBC 16: সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন। এক্স হ্যান্ডেল বা ব্লগে প্রতিনিয়ত তিনি কিছু না কিছু পোস্ট করতেই থাকেন যা প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করে। কয়েকদিন আগে বিগ বি-র একটি পোস্ট নিয়ে শোরগোল পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। অমিতাভ লিখেছিলেন, 'টাইম টু গো' যার বাংলা তর্জমা করলে হয় 'যাওয়ার সময় হয়ে গিয়েছে'। এই পোস্ট দেখেই অনুরাগীদের কপালে দুঃশ্চিন্তার ভাঁজ। কেউ ভেবেছিলেন অভিনয়কে বিদায় জানাচ্ছেন কেউ আবার চিন্তিত হয়ে পড়েছিলেন কী এমন হল এই ধরনের পোস্ট! বেশ কয়েকদিন পর অবশেষে সেই রহস্যের উন্মোচন হল। কৌন বনেগা ক্রোড়পতি ১৬-এর সেটে 'টাইম টু গো'-এর লেখার কারণ খোলসা করলেন অমিতাভ।
কেবিসির লেটেস্ট এপিসোডের প্রতিযোগী বেশ সাহসের সঙ্গেই জানতে চান এই পোস্টের নেপথ্যে লুকিয়ে কোন রহস্য? যাওয়ার সময় চলে এসেছে, এই কথাটার মাধ্যমে কী বলতে চেয়েছিলেন? অমিতাভ এই প্রশ্ন শুনে কিন্তু, একদম 'কুল'। দর্শকাসনে থাকা এক ব্যক্তি জানতে চান তিনি কোথায় যাচ্ছেন? অমিতাভ উত্তর দিতে যাবেন ঠিক তখনই স্টুডিওতে একযোগে উচ্চারণ করেছেন 'আপনি এখান থেকে কোথাও যেতে পারবেন না।'
সকলের ভালবাসায় আপ্লুত হয়ে অমিতাভ বললেন, 'আরে ভাইসাব আমার কাজে যাওয়ার সময় হয়ে গিয়েছে। আজব কথা বলছেন তো! প্রতিদিন রাত দুটো থেকে এখানে আমার কাজ শুরু হয়। বাড়িতে একটা নাগাদ গাড়ি পৌঁছে যায়। যখন এই পোস্টটি করেছিলাম তখন প্রচণ্ড ঘুম পেয়েছিল। তাই লিখেছিলাম ঘুম পেয়েছে, যাওয়ার সময় হয়ে গিয়েছে।
প্রসঙ্গত, কেবিসি-র সেটে প্রতিযোগী অমিতাভকে নাচ করার অনুরোধ করেন। আবদার শুনেই বিগ বি বলে ওঠেন,'কে নাচবে? আরে ভাইসাব আমাকে এখানে নাচার জন্য আনা হয়নি।' সঙ্গে সঙ্গে প্রসঙ্গ বদলে অমিতাভের সেই রহস্যজনক 'টাইম টু গো' পোস্ট নিয়ে জানতে চান। সেখান থেকেই পোস্টের রহস্য উন্মোচিত হল। অমিতাভের অনুরাগীরা যে পোস্টের বিশ্লষণে স্বস্তি পেয়েছেন সে কথা বলাইবাহুল্য।