নিজের প্রয়োজনে কেউ কেউ র্যাপিডো অথবা অ্যাপ রাইড ব্যবহার করে থাকলেও অজানা অচেনা মানুষের কাছ থেকে লিফট নিতে অনেকেই ইতস্তত বোধ করেন। তবে তিনি যখন অমিতাভ বচ্চন তখন নিরাপত্তাও যথেষ্ট মাত্রায় প্রয়োজন। কিন্তু, তিনিই নাকি অন্য একজনের পিছনে চেপে গন্তব্যে পৌঁছেছেন তিনি!
Advertisment
শুনতে অবাক লাগলেও এই ঘটনা সত্যি। মুম্বাইয়ের জ্যামের কথা কারওর কাছেই অজানা নয়। সেই জ্যাম থেকে বাঁচতেই নাকি তিনি এই কাজ করেছেন। অজানা অচেনা মানুষের বাইকে বসে পাড়ি দিয়েছেন নিজের শুটিং ফ্লোরে। সঙ্গে মানুষটি কে, সেটি জানেন না পর্যন্ত তিনি। নিজের হিমালয়ান বাইকে করেই বিগ-বিকে পৌঁছে দিলেন তিনি। তাঁকে বন্ধু বলেও সম্বোধন করেছেন তিনি। সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করেছেন নিজেই। লিখলেন…
এই যাত্রার জন্য ধন্যবাদ বন্ধু। তোমায় চিনি না। কিন্তু তুমি যে দায়িত্ব করে আমায় পৌঁছে দিলে, প্রশংসনীয়। মুম্বাইয়ের জ্যাম থেকে বাঁচিয়ে তাড়াতাড়ি আমায় পৌঁছে দিলে, ধন্যবাদ! হলুদ জামা এবং সাদা টুপির মালিক। এমনকি এই যাত্রায় নামও জেনে নেন নই তিনি। কিন্তু অজান্তেই বিগ-বির কাছের মানুষ হয়ে উঠেছেন তিনি।
সেই ব্যাক্তিকে প্রশংসায় ভরিয়েছেন অনেকেই। আবার হেলমেট না পরতেই কেউ কেউ বলে বসলেন, দুজনেই হেলমেট ব্যবহার করুন। কখন বিপদ আসে। মুম্বাইয়ের রাস্তায় জ্যাম… সে যে কী ভয়ঙ্কর যারা পার করেছেন তারাই জানে। সেই থেকে বাঁচতেই অমিতাভের এহেন কাণ্ড। অনুরাগীরা বলছেন, আপনি সত্যিই অনুপ্রেরনা।