তিনি বলিউডের অ্যাংরি ইয়াং ম্যান, তথাকথিত সুপারস্টার তিনি। অমিতাভ বচ্চনের সঙ্গে নাকি এমন ঘটনাও ঘটেছে? সেইদিনের সেইসব ঘটনা আজও ভোলেন নি তিনি।
বস্টন প্রদেশে ছিনতাইবাজদের কবলে পড়েছিলেন অমিতাভ বচ্চন। নব্বই দশকের অন্যতম জনপ্রিয় অভিনেতার সঙ্গে বিশ্রী আচরণ করেছিলেন তাঁরা। সাহায্য করার নাম করেই, ব্রিফকেস নিয়ে পালিয়েছিলেন তাঁরা। অমিতাভ নিজেই জানিয়েছিলেন এই ঘটনা প্রসঙ্গে। বস্টনে এক অপ্রীতিকর ঘটনার শিকার হয়েছিলেন তিনি। বললেন....
"হোটেলের লবিতে আমার গায়ে রং ঢেলে দেয় ওরা। তারপর, জ্যাকেট পরিষ্কার করার নাম করেই আমার ব্রিফকেস নিয়ে পালিয়ে যায়। শুধু তাই নয়, তাতে আমার সমস্ত ডকুমেন্ট, পাসপোর্ট এবং টাকাও ছিল অল্পবিস্তর। আমি তখন আশাহত! মনে হচ্ছিল, কী করব?" সঙ্গে তখন কেউ নেই। এদিকে, সেই ব্রিফকেস জুড়ে নানা জরুরি জিনিস। বাবা মায়ের চিঠি, ছেলেমেয়েদের পাঠানো পোস্টকার্ড। চারিপাশে অজানা মানুষ, কে সাহায্য করবে তাঁকে? এই চিন্তায় মগ্ন সিনিয়র বচ্চন এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলেন।
বলিউডের বিগ বি বলে কথা। কিন্তু একটা সময় অর্থের দিক দিয়ে ভেঙে পড়েন তিনিও। যদিও, একথা অজানা নয় তৎকালীন সময়ে তারকাদের সেভাবে উপার্জন হত না। এমনকি অমিতাভ এও জানিয়েছিলেন, কৌন বনেগা ক্রোড়পতি অনুষ্ঠান কিছুটা আর্থিক অনটন কমাতেই শুরু করেছিলেন তিনি। কিন্তু, এই বয়সেও কাজে ফাঁকি নেই। দিব্য আগের থেকেও বেশি কাজ করে চলেছেন। নানা চরিত্রে পারদর্শিতার সঙ্গে কাজ করছেন।