Advertisment

Amitabh Bachchan: বউয়ের কাছে হাত পাতেন অমিতাভ! এমন দুর্দশার কারণ কী, ফাঁস করলেন বিগ-বি

Amitabh-Jaya: দীর্ঘ এতবছরের দাম্পত্য। ইন্ডাস্ট্রির পাওয়ার কাপলদের মধ্যে তাঁদের নাম আসে। একদিকে অমিতাভ যখন নিজের কেরিয়ার সামলেছেন, তখন বাড়িতে সন্তানদের সামলেছেন জয়া।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Amitabh bachchan, jaya bachchan, amitabh-jaya, amitabh jaya marriage, amitabh bachchan accident, amitabh bachchan life, amitabh bachchan entertainment news, indian express news, express news, amitabh bachchan indian express, bollywood, bolly news, বলিউড, টলিউড, টলি নিউজ, Tolly world, tolly news

Amitabh and Jaya: স্ত্রীর কাছে হাত পাতেন সিনিয়র বচ্চন?

অমিতাভ বচ্চন প্রায়শই তাঁর জনপ্রিয় রিয়েলিটি কুইজ শো কৌন বনেগা ক্রোড়পতির প্রতিটি পর্বে তাঁর জীবন সম্পর্কে একটি নতুন তথ্য প্রকাশ করেন। এবার স্ত্রী জয়া বচ্চনের জন্য জুঁই ফুলের মালা কেনার অভ্যাস শেয়ার করলেন অভিনেতা।

Advertisment

১৬তম সিজনের একটি এপিসোডে এক প্রতিযোগী অমিতাভ বচ্চনকে আকস্মিকভাবে জিজ্ঞেস করেন, "আমি যখন কাজ থেকে ফিরে আসি, আমার মা আমাকে বাজার থেকে কিছু সবজি আনতে বলেন। জয়াজীও কি একই কাজ করেন? অমিতাভ বচ্চন চটজলদি উত্তর দেন, 'হ্যাঁ! একদম বলে। সে বলে আমি যেন নিজেকে ঘরে নিয়ে আসি।" 

দীর্ঘ এতবছরের দাম্পত্য। ইন্ডাস্ট্রির পাওয়ার কাপলদের মধ্যে তাঁদের নামাসে। একদিকে অমিতাভ যখন নিজের কেরিয়ার সামলেছেন, তখন বাড়িতে সন্তানদের সামলেছেন জয়া। অমিতাভ কিন্তু স্ত্রীর পছন্দ-অপছন্দ সব জানেন। তিনি বলেন, "জয়া জুঁই ফুল পছন্দ করে তাই আমি প্রায়শই রাস্তা থেকে কিছু জুঁই ফুল কিনে তাকে দিই বা আমার গাড়িতে রেখে দিই কারণ এটি একটি সুন্দর সুবাস আছে, যা আমি নিজেও খুব পছন্দ করি।" 

প্রতিযোগী তখন জিজ্ঞাসা করেছিলেন যে মেগাস্টার কখনও তার ব্যাঙ্ক ব্যালেন্স পরীক্ষা করতে বা নগদ রাখতে এটিএমে গিয়েছিলেন কিনা। সেই উত্তরে তিনি যা বলেন, তাতে অনেক পুরুষের ঘুম উড়ে যেতে পারে। কেন? এর উত্তরে অভিনেতা বলেন, 'আমি নগদ টাকা রাখি না বা এটিএমেও যাই না কারণ আমি কখনই এটিএম ব্যবহার করতে জানতাম না! কিন্তু জয়া নগদ টাকা রাখে। আমি তার কাছে টাকা চাই।" 

Advertisment

স্ত্রীর কাছে হাত পাতেন সিনিয়র বচ্চন? এও হয়। যদিও বা একথা তিনি প্রকাশ্য মঞ্চে জানিয়েছেন। তাতে লজ্জার কিছুই নেই বলে মনে করেন অভিনেতা। বরাবর এই জানিয়েছেন যে, স্ত্রীর হাতেই সংসারের সব দায়িত্ব রেখেছেন তিনি। যদিও, অমিতাভ এখনও নিজের কাজ নিয়েই ব্যাস্ত থাকেন। কিন্তু, জয়াকে ২০২৩ সালে দেখা গিয়েছিল করণ জোহরের রকি অউর রানী কি প্রেম কাহিনী ছবিতে। 

 

Jaya Bachchan Bollywood Actor amitabh bachchan bollywood actress
Advertisment