Amitabh Bachchan: মাসিক ১০ লাখ ভাড়া দিতেন কৃতী, কত কোটিতে মুম্বইয়ের অ্যাপার্টমেন্ট বিক্রি করলেন অমিতাভ?

Amitabh Bachchan Sells Duplex: মুম্বইয়ে নিজের সাধের অ্যাপার্টমেন্ট বিক্রি করে দিলেন বিগ বি। কত কোটিতে বিক্রি করলেন অ্যাপার্টমেন্ট?

Amitabh Bachchan Sells Duplex: মুম্বইয়ে নিজের সাধের অ্যাপার্টমেন্ট বিক্রি করে দিলেন বিগ বি। কত কোটিতে বিক্রি করলেন অ্যাপার্টমেন্ট?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
amitabh bachchan

কত কোটিতে মুম্বইয়ের অ্যাপার্টমেন্ট বিক্রি করলেন অমিতাভ?

Amitabh Apartment Sell: বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন তো বিপুল ধন-সম্পত্তির অধিকারী! তবুও মুম্বইয়ের ওশিওয়াড়ার বিলাসবহুল ডুপ্লেক্স অ্যাপার্টমেন্ট বিক্রি করে দিচ্ছেন বিগ বি। সম্পত্তির রেজিস্ট্রেশনের তথ্য অনুযায়ী, ৮৩ কোটিতে বিক্রি করছেন অমিতাভ। ১.৫৫ একর জমির উপর তৈরি অমিতাভ বচ্চনের ডুপ্লেক্স অ্যাপার্টমেন্টে রয়েছে চার, পাঁচ ও ছয় বেডরুমের ফ্ল্যাট রয়েছে।

Advertisment

 ২০২১-এর এপ্রিলে ৩১ কোটিতে ২৭ ও ২৮ তলায়   ডুপ্লেক্স অ্যাপার্টমেন্টটি কিনেছিলেন বিগ বি। বর্তমানে এই অ্যাপার্টমেন্টের দাম ৮৩ কোটি। Square Yards বিশেষজ্ঞ IGR রেজিস্ট্রেশন তথ্য অনুযায়ী চলতি মাসে অর্থাৎ ১৭ জানুয়ারিই রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে। অমিতাভের এই সম্পত্তিটি কিনেছেন বিজয় সিং ঠাকর ও কমল বিজয় ঠাকর।  

Advertisment

IGR রেজিস্ট্রেশন তথ্য ভালভাবে পর্যবেক্ষণ করেছে Square Yards। প্রায় পাঁচ হাজার ৭০৪ স্কোয়ার ফিটের উপর তৈরি অমিতাভের অ্যাপার্টমেন্ট। আর কার্পেট এরিয়া পাঁচ হাজার ১৮৫.৬২ স্কোয়ার ফিট।  অমিতাভ বচ্চনের বিলাসবহুল ডুপ্লেক্স অ্যাপার্টমেন্টে রয়েছে বিশালাকার বারান্দা।

এছাড়াও রয়েছে ছ'টি গাড়ি পার্ক করার জায়গা। সূত্রের খবর, স্ট্যাম্প ডিউটির জন্য খরচ হয়েছে ৪.৯৮ কোটি আর রেজিস্ট্রেশনের জন্য ৩০ হাজার।  প্রসঙ্গত, এই অ্যাপার্টমেন্টটি ২০২১-এ কৃতী শ্যাননকে ভাড়া দেওয়া হয়। IGR -এর তথ্য অনুযায়ী, সেই সময় মাসিক ভাড়া ছিল ১০ লাখ। আর সিকিওরিটি বাবদ জমা দিতে হয়েছিল ৬০ লাখ। 

প্রায় পাঁচ দশকের বেশি সময় অভিনয়ের সঙ্গে যুক্ত রয়েছেন বলিউডের শাহেনশা। বয়স তো তাঁর কাছে একটা সংখ্যা মাত্র। এখনও দাপটের সঙ্গে অভিনয় করে চলেছেন। বর্তমান প্রজন্মের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করে চলেছেন অমিতাভ।

সিনেমায় অভিনয়ের পাশাপাশি কৌন বনেগা ক্রোড়পতি-র মতো রিয়্যালিটি শো-এর সঞ্চালক। অমিতাভের ঝুলিতে রয়েছে, জীতায় পুরস্কার থেকে দাদাসাহেব ফালকে সহ পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণের মতো সম্মানীয় পুরস্কার। এছাড়াও রয়েছে একাধিক ফিল্মফেয়ার ট্রফি।

Bollywood Actor bollywood movie Bollywood Celeb Home amitabh bachchan Bollywood News