/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/06/amitabh.jpg)
amitabh on ind vs pak- কী করেছিলেন গতকাল বিগ বি?
গতকাল পাক বনাম ভারতের ম্যাচে ধৈর্য হারিয়ে ফেলেছিল ভারতের জনগণ। যে হারে একের পর এক উইকেট পড়ছিল, আশা হারিয়েছিলেন বেশিরভাগ। বিরাট ৪ রানে আউট হওয়ার পরে, অনুস্কাও মুখ ছোট করে বসেছিলেন।
আরেকদিকে, যখন দাঁতে দাঁত কামড়ে বসেছিলেন সকলে। তখন মুম্বইয়ের মাটিতে অমিতাভ বচ্চনের কাণ্ড ছিল দেখার মতো। কারণ, এমন কিছু তিনি করছিলেন যা বলার ভাষা নেই অমিতাভের খোদ। কারণ?
দেশের মানুষ আশা ছাড়েননি। কিন্তু অমিতাভ হাল ছেড়ে দিয়ে যত রাগ টিভির ওপর দেখালেন। নিজেই পরবর্তীতে সেইসব কথা জানালেন সোশ্যাল মিডিয়ায়। আসলে, তিনি বুঝতেও পারেননি যে টিভির সঙ্গে করা এই কাণ্ড পরে ভুল প্রমাণিত হতে পারে।
T 5037(i) - अरे बाप रे बाप ! Ind v Pak खेला देख रहे थे, और बीच में बंद कर दिया TV, क्योंकि लगा हार तो रहे हैं हम !
लेकिन अभी अचानक Internet देखा और 🕺 🕺🕺👏💪
WE WON WE WON WE WON !!!
YEEEAAAAAAHHHHHHH .... !!!!!
INDIA INDIA INDIA INDIA INDIA INDIA INDIA 🇮🇳 pic.twitter.com/CRRi6vFnBY— Amitabh Bachchan (@SrBachchan) June 9, 2024
অভিনেতা সোশ্যাল মিডিয়ায় লিখলেন, "আরে বাপরে! ভারত-পাক ম্যাচ দেখছিলাম। মাঝে রাগের চোটে টিভি বন্ধ করে দিয়েছিলাম। কারণ, মনে হচ্ছিল যে আমরা হেরে যেতে পারি। কিন্তু, এখন ইন্টারনেটে যা ভয়ানক পরিস্থিতি দেখলাম। আমরা জিতে গিয়েছে। জয় ভারত।"
একেই বৃষ্টি, তাঁর মধ্যে ভারতের ব্যাটিং অর্ডারের এভাবে লাগাম ছেড়ে দেওয়া দেখে অনেকেই ভেবে নিয়েছিলেন, হয়তো বা ভারতের পক্ষে এবার পাকিস্তানের বিরুদ্ধে জেতা সম্ভব না। কিন্তু মাঠে যখন বুমরাহ, তখন অনেক কিছুই বসম্ভব। আর সেটাই হল। যদিও সেসব সবটাই মিস করেছেন বিগ বি।
উল্লেখ্য, অমিতাভকে দেখা যেতে চলেছে প্রভাসের সঙ্গে কল্কি ২৮৯৮ ছবিতে। যেখানে তিনি অশ্বথামার ভূমিকায় রয়েছেন।