Amitabh Cryptic Post: এমনি এমনিই কী আর তিনি বলিউডের শাহেনশা! নবীন প্রজন্মের সঙ্গে পায়ে পা মিলিয়ে দাপটের সঙ্গে অভিনয় করে চসেছেন। তাঁর এনার্জির কাছে যেন হার মেনে যায় তরুন তুর্কিরাও। বয়স যেন ফুৎকারে উড়িয়ে দেন অমিতাভ। যে কোনও চরিত্রে আজও সাবলীল বিগ বি। বড় পর্দার পাশাপাশি পপুলার রিয়্যালিটি শো কৌন বনেগা ক্রোড়পতির সৌজন্যে দুঁদে সঞ্চালকের তকমাও লেগেছে তাঁর গায়ে। বর্তমান প্রজন্মের কাছে তিনি অনুপ্রেরণা।
তাঁর আদর্শকে পাথেয় করে জীবনে এগিয়ে যাওয়ার লক্ষে পৌঁছতে চায় নবাগতরা। অমিতাভ নিয়মিত ব্লগ-টুইটে মন কি বাত শেয়ার করেন। কিন্তু, শনিবার অমিতাভের একটি পোস্ট চোখে পড়তেই মন খারাপ অনুরাগীদের। অভিনয়কে আলবিদা জানাচ্ছেন বিগ বি? চর্চা তুঙ্গে।
মেগাস্টার অমিতাভ বচ্চন তাঁর পোস্টে তিনটি শব্দ লিখেছেন Time To Go যার বাংলা তর্জমা করলে হয় বিদায় নেওয়ার সময় এসেছে। সপ্তাহান্তে অমিতাভের এই পোস্ট ঘিরে তো সোশ্যাল মিডিয়া একেবারে তোলপাড়। ভক্তদের কপালে চিন্তার ভাঁজ। সত্যিই অভিনয় থেকে সরে আসার সিদ্ধান্ত নিলেন না অন্য কিছুর ইঙ্গিত দিলেন বিগ বি? সময় যত এগচ্ছে, কৌতুহল বাড়ছে ভক্তদের।
৭ ফেব্রুয়ারি রাত আটটা নাগাদ প্রথম টুইট শেয়ার করেন। যেখানে লেখা ছিল, 'আমার মনে হচ্ছিল যাওয়ার সময় এসে গিয়েছে। আমাকে যেতেই হবে।'এরপর ৯ ফেব্রুয়ারি মধ্যরাত, দুটো বেজে ১৫ মিনিটে Time To Go লিখতেই অনুরাগীরা চিন্তিত হয়ে পড়েন। সিনিয়র বচ্চন সব কিছু ঠিক আছেন তো?
/indian-express-bangla/media/post_attachments/fe1ecae4-335.jpg)
৮২ বছর বয়সী অভিনেতার এই পোস্ট দেখে অনুরাগীরা কেউ লিখেছেন,'আপনি আর এসব লিখবেন না স্যার। আমরা ভয় পাচ্ছি।' কেউ আবার বলছেন, 'আপনি ঠিক আছেন স্যার'? উদ্বেগের মাঝেই এক ব্যক্তি মজা করে লিখেছেন, 'আপনি ঘুমাতে যান। নাহলে এবার জয়া বউদি চলে আসবে।'
এই মুহূর্তে কৌন বনেগা ক্রোড়পতি ১৬-এর সঞ্চালনা করছেন অমিতাভ। কল্কি ২৮৯৮ এডি-র দ্বিতীয় ভাগে অশ্বত্থবার চরিত্রে ফের দেখা যাবে বিগ বি-কে। ইন্ডাস্ট্রির কানাঘুষো, ব্রহ্মাস্ত্র ২-এ রণবীর-আলিয়ার সঙ্গেও স্ক্রিন শেয়ার করতে পারেন বিগ বি।