Amitabh Ghibli images: 'Ghibli' ট্রেন্ডে গা ভাসালেন অমিতাভ, ছবি শেয়ার করে বিগ বি লিখলেন...

Ghibli Images Of Big B: 'Ghibli'ট্রেন্ডে মজলেন বলিউডের শাহেনশাও। নিজের ভ্লগে Ghibli ইমেজ শেয়ার করলেন অমিতাভ। মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় সেই ছবি।

Ghibli Images Of Big B: 'Ghibli'ট্রেন্ডে মজলেন বলিউডের শাহেনশাও। নিজের ভ্লগে Ghibli ইমেজ শেয়ার করলেন অমিতাভ। মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় সেই ছবি।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
 Ghibli ইমেজ শেয়ার করলেন অমিতাভ

Ghibli ইমেজ শেয়ার করলেন অমিতাভ

Chat-GPT Ghibli Images: Chat-GPT-এর লেটস্ট ফিচার 'Ghibli'ট্রেন্ডে গা ভাসিয়েছে ১৩ থেকে ৮৩। সাধারণ মানুষ থেকে হাই প্রোফাইল সেলিব্রিটি প্রত্যেকেই নিজের ছবি দিয়ে Ghibli ইমেজ তৈরি করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন। ফেসবুক-ইনস্টাগ্রাম খুললেই Ghibli ইমেজে ছয়লাপ। এবার সেই ট্রেন্ডে গা ভাসালেন বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন।

Advertisment

সোশ্যাল মিডিয়ায় তিনি খুবই সক্রিয়। নিয়মিত নিজের ভ্লগ শেয়ার করেন। ভক্তদের সঙ্গে সোশ্যাল মিডিয়া মারফৎ যোগাযোগ রাখেন। বয়স তাঁর কাছে একটা সংখ্যা মাত্র। আশির্ধো অমিতাভ এখন বড় পর্দা কাঁপাচ্ছেন। একইসঙ্গে রিয়্যালিটি শোয়ের সঞ্চালকের ভূমিকাতেও নজির গড়েছেন বিগ বি। 

Advertisment

নিজের vlog-এ Ghibli ইমেজ শেয়ার করলেন অমিতাভ যা মুহূর্তে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ৮২ বছর বয়সী অভিনেতা ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, 'এবার Ghibli জনসংযোগের নতুন মাধ্যম আবিস্কার করল। 'রিল'-এর এই নতুন ধারণা ইতিমধ্যেই পপুলার যার প্রতি সকলেরই নজর দেওয়া উচিত।'

বিগ বি-র শেয়ার করা Ghibli ইমেজের কোনওটায় দেখা যাচ্ছে বাড়ির বাইরে ভক্তদের ভিড়ের সামনে করজোড়ে দাঁড়িয়ে কোনওটায় আবার রয়েছে অটোগ্রাফ দেওয়ার মুহূর্ত। বিগ বি-কে শেষ দেখা গিয়েছে 'KBC 16'-এ। এই শোয়ের পরবর্তী ভাগেও অমিতাভকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভক্ত ও এই শোয়ের দর্শক। 

অমিতাভ অভিনীত শেষ ছবি Vettaiyaan ও Kalki 2898 AD। পরিচালক রিভু দাশগুপ্তার কার্টুন ড্রামা 'Section 84'-এ অভিনয় করবেন বিগ বি। এছাড়াও Kalki 2898 AD-এর সিক্যোয়েলেও থাকছেন অমিতাভ। প্রথম পর্বের সাফল্যের পর নাগ অশ্বিনের নির্দেশনায় এবার তৈরি হবে সিনেমার দ্বিতীয় ভাগ। 

bollywood movie Bollywood News Bollywood Actor Ghibli Images ChatGPT amitabh bachchan