/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/12/amitabh1.jpg)
অসুস্থ অমিতাভ?
Amitabh Bachchan Health Update: সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় অমিতাভ বচ্চন। নিয়মিত ভ্লগ শেয়ার করেন বলিউডের শাহেনশা। কিন্তু, জামাইষষ্ঠীর দিন বাংলার জামাইয়ের পোস্ট ঘিরে ভক্তদের মধ্যে বাড়ছে উদ্বেগ। মেগাস্টার সুস্থ আছেন কিনা জানতে একপ্রকার মরিয়া হয়ে উঠেছেন অমিতাভের অনুরাগীরা। এখন অমিতাভের বয়স ৮৩ বছর। কিন্তু, আজও শুটিং সেটে জেন জি-র সঙ্গে পায়ে পা মিলিয়ে কাজ করতে ওস্তাদ।
বয়সজনিত কারণে অভিনয় থেকে এখনও পিছপা হননি অমিতাভ। কিন্তু, কী এমন পোস্ট করেছেন বিগ বি? বাবা হরিবংশ রাই বচ্চনের একটি কবিতা এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন। যার বাংলা তর্জমা করলে হয়, 'জীবন বড়ই অদ্ভুত। আর যদি জীবনের সেই দৌঁড়ে জিতে যাও তাহলে প্রিয়জনদের পিছনে ফেলে এগিয়ে যাবে আর যদি হেরে যাও তাহলে তোমাকে পিছনে ফেলে তাঁরা সামনের দিকে এগিয়ে যাবে।'
T 5396 -
— Amitabh Bachchan (@SrBachchan) May 31, 2025
"एक अजीब सी दौड़ है ये ज़िंदगी ,
जीत जाओ तो कई
अपने पीछे छूट जाते हैं और
हार जाओ तो
अपने ही पीछे छोड़ जाते हैं " ..
~ हरिवंश राय बच्चन
তিনি এই পোস্টে তিনি কাউকে ট্যাগ করেননি। সেই কারণে ভক্তরা আরও চিন্তিত। পোস্টের কমেন্ট সেকশনে অনুরাগীরা তাঁদের উদ্বেগ প্রকাশ করেছেন। সকলেই জানতে চেয়েছেন তিনি সুস্থ আছেন তো? পোস্টটি মধ্যরাতের। যে কারণে অনেকের মনে আবার অমিতাভের স্বাস্থ্য নিয়েও প্রশ্ন জেগেছে।
T 5394 - देर होगयी और सेवर हो गई !
— Amitabh Bachchan (@SrBachchan) May 30, 2025
৩১ মে অমিতাভ দুটি পোস্ট শেয়ার করেছেন যা দেখে একপ্রকার চক্রব্যূহর মধ্যে পড়ে গিয়েছেন ভক্তরা। মনের ভিতর একাধিক প্রশ্ন তোলপাড় করছে কিন্তু, উত্তর কিছুতেই মিলছে না। একটি পোস্টে অমিতাভ লিখেছেন, 'দেরি হয়ে গেল তবে সংরক্ষিত আছে।' সম্প্রতি অমিতাভ বচ্চন সোশ্যাল মিডিয়ায় অভিষেকের আপকামিং মুভি হাইজফুল ৫-এর প্রচারও সেরেছেন।
এক্স হ্যান্ডেলে আরও একটি পোস্ট শেয়ার করেছেন অমিতাভ। যা দেখে অনুরাগীদের অনুমান বিগ বি-র শরীর হয়ত ভাল নেই। কোনওরকম অস্বস্তি রয়েছে। মেগাস্টার ইঙ্গিতপূর্ণ পোস্টে লিখেছেন, শরীরটা সময় দখল করে নিয়েছে। আর সেই নির্দেশ দিচ্ছে এখন বিশ্রামের প্রয়োজন।' ৮৩-বছর বয়সে অমিতাভ ফিট অ্যান্ড ফাইন, তবুও এই ধরনের পোস্টে উদ্বিগ্ন ভক্তমহল।
আরও পড়ুন 'মহাভারতের পর হয়ত আর...', বলিউড নিয়ে বিরাট সিদ্ধান্ত মিস্টার পারফেক্টশনিস্ট আমির খানের