Amitabh-Shweta: 'বেঁধে না রাখলেই...', কেবিসি ১৬-এর সেটে শ্বেতার কোন সিক্রেট ফাঁস করে দিলেন অমিতাভ?

Shweta Bachchan Biggest Fear: শ্বেতা বচ্চনের সিক্রেট ফাঁস করলেন ড্যাডি কুল অমিতাভ বচ্চন। কেবিসির সেটে কী বললেন বিগ বি?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
sdcsdc

কেবিসি ১৬-এর সেটে শ্বেতার কোন সিক্রেট ফাঁস করে দিলেন অমিতাভ?

Amitabh On Shweta Bachchan: এই মুহূর্তে হিন্দি রিয়্যালিটি শোয়ের মধ্যে অত্যন্ত জনপ্রিয় কৌন বনেগা ক্রোড়পতি ১৬। অমিতাভ বচ্চনের সঞ্চালনায় ১৩ থেকে ৮৩-এর কাছে এই শোয়ের জনপ্রিয়তা একেবারে তুঙ্গে। কেবিসি ১৬-এর মঞ্চে খেলার পাশাপাশি প্রতিযোগীদের সঙ্গে খুনসুটিও করতে দেখা যায় বিগ বি-কে। পরিবারের মজার ঘটনার কথাও শেয়ার করেন বলিউডের শাহেনশা।

Advertisment

কেবিসি-র লেটেস্ট এপিসোড অমিতাভ তাঁর আদুরে কন্যা শ্বেতা বচ্চন নন্দা সিক্রেটও ফাঁস করে দিলেন। কোন জিনিসে যমের মতো ভয়? রীতিমতো বেঁধে রাখতে হয় শ্বেতাকে। ড্যাডি কুল অমিতাভ হাসতে হাসতে বলেন, ইনজেকশনে মারাত্মক ভয়। সূঁচ দেখলেই দৌড়ে পালিয়ে যায়। ধরে-বেঁধে ইনজেকশন দিতে হয়। 

দর্শকাসনে থাকা মহিলাদের মধ্যে অনেকেই ইনজেকশনে ভয় পাওয়ার কথা বলছিলেন। তখনই অমিতাভও শ্বেতার কথা বলতে গিয়ে বলেন, 'আমার মেয়েকে তো বেঁধে রাখতে হয়। ইনজেকশন দেওয়ার সময় যদি ওকে বেঁধে না রাখি তাহলেই পালিয়ে যাবে।' বিগ বি-র কথা শুনে উপস্থিত সকলে একেবারে হেসে কুটোপুটি। প্রসঙ্গত, কেবিসির সেটে সূঁচ বিহীন সিরিঞ্জ নিয়ে কথা হচ্ছিল। তখনই দর্শকের একাংশ ইনজেকশনের প্রতি ভয়ের কথা বলতে থাকেন। তখনই বলিউডের শাহেনশা নিজের মেয়ের কথা বলেন।

 শ্বেতার সঙ্গে অমিতাভের বন্ডিংয়ের কথা তো সকলেই জানে। কফি উইথ করণ-এ এসে বাবা-মেয়ের বন্ডিংয়ের কথা বলেছিলেন। মজা করে জুনিযর বচ্চন বলেছিলেন, বাড়িতে অমিতাভ নাকি শ্বেতা ছাড়া আর কারও দিকেই নজর দেন না। প্রসঙ্গত,  আইনি গেরোয় ফেঁসেছেন অমিতাভের জামাতা নিখিল নন্দা।

Advertisment

উত্তরপ্রদেশের বাদাউন জেলার দাতাগুঞ্জ থানার পুলিশ নিখিল ও ট্রাক্টর সংস্থার কর্মীদের বিরুদ্ধে প্রতারণা ও আত্মহত্যায় প্ররোচনার মামলা দায়ের করেছে। ঘটনার জল গড়িয়েছে আদালত পর্যন্ত। আর আদালতের নির্দেশেই মামলা নথিভুক্ত করা হয়েছে। দাতাগঞ্জ থানার অফিসার জানিয়েছেন ঘটনার তদন্ত চলছে। 

amitabh bachchan bollywood movie Bollywood News Bollywood Actor Shweta Bachchan