দিল্লির গুলমোহর পার্কের বাড়ি বিক্রি করলেন অমিতাভ, দাম শুনলে চমকে যাবেন!

কতদামে বিক্রি করলেন দিল্লির আবাসন?

কতদামে বিক্রি করলেন দিল্লির আবাসন?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
NULL

বচ্চন পরিবারের গুলমোহর পার্কের বাড়ি

দিল্লির গুলমোহর পার্কের বাড়ি বিক্রি করে দিলেন অমিতাভ বচ্চন ( Amitabh Bachchan )। মহারাষ্ট্রের বুকে তার সম্পত্তি সংখ্যা প্রচুর, তবে এবার দিল্লির তালিকা থেকেই কমল এক নাম। জানা গিয়েছে সেই বাড়িতেই থাকতেন বিগ বির বাবা মা। 

Advertisment

ডিসেম্বর মাসেই দিল্লির গুলমোহর পার্কের বাড়ি "সোপান" - ২৩ কোটি টাকার বিনিময়ে বিক্রি করে দেন তিনি। Nezone গ্রুপের তরফ থেকেই এই বাড়ি ক্রয় করা হয়েছে। কাছের এবং পরিচিত অবনী বাদের- এখন সেই বাড়ির মালকিন। ৪১৮.০৫ স্কোয়ার ফিটের এই বাড়ি বিক্রি হয় ৭ই ডিসেম্বর। একেবারে চুপিসারেই বাড়ি অন্যদের হাতে তুলে দেওয়া হয়েছে। অবনী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন এটি একটি পুরনো বাড়ি, সেটিকে ভেঙেই নিজেদের প্রয়োজন মত নতুন রূপ দান করা হবে। অনেক বছর ধরেই এই এলাকায় থাকেন, নতুন একটি সম্পত্তির খোঁজে ছিলেন, তাই এই সুযোগ আর হাতছাড়া করতে চাননি কেউই! 

অমিতাভের বাবা হরিবংশ রাই বচ্চন, এবং মা তেজী বচ্চন এই বাড়িতেই থাকতেন। এমনকি মুম্বাই শিফট করার আগে অমিতাভ নিজেও থাকতেন এই বাড়িতেই। আপাতত পরিবারকে নিয়ে জুহুতে অবস্থিত 'জলসা' - তেই থাকেন তিনি। এতবছর ধরে ফাঁকা পরে থাকার কারণেই সিদ্ধান্ত নেন বিগ বি। 

Advertisment

অমিতাভের আটলান্টিস বিল্ডিং-এর ৩১ কোটির ফ্ল্যাট আপাতত ভাড়া দেওয়া! কে রয়েছেন জানেন? অভিনেত্রী কৃতি শ্যানন। ১০ লাখ প্রতিমাসে দুই বছরের কন্ট্রাক্ট অনুযায়ী তিনিই বাস করেন ওখানে। এছাড়াও মুম্বাইয়ের 'প্রতীক্ষা'- তেও বেশ কিছুদিন থেকেছেন বিগ বি, ছেলে অভিষেকের বিয়েও ওই বাড়ি থেকেই হয়। 

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

amitabh bachchan gulmohor park house housing sold