Amitab-Nikhil: অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চনের বৈবাহিক জীবনের অস্থিরতা একটা সময় হয়ে উঠেছিল পেজ থ্রি-র হট কেক। তবে নিন্দুকের মুখে ছাই দিয়েছে বচ্চন দম্পতি। এবার পরিবারের উপর আছড়ে পড়ল নতুন ঝড়! অমিতাভ বচ্চনের জামাই অর্থাৎ শ্বেতার স্বামী নিখিলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ। শুধু তাই নয় আত্মহত্যার প্ররোচনা দিয়েছেন বলেও অভিযোগ। উত্তরপ্রদেশের বাদাউন জেলার দাতাগুঞ্জ থানার পুলিশ নিখিল ও ট্রাক্টর সংস্থার কর্মীদের বিরুদ্ধে প্রতারণা ও আত্মহত্যায় প্ররোচনার মামলা দায়ের করেছে। ঘটনার জল গড়িয়েছে আদালত পর্যন্ত। আর আদালতের নির্দেশেই মামলা নথিভুক্ত করা হয়েছে।
ETV Bharat'-এর রিপোর্ট মোতাবেক, এই সংস্থার সিইও নিখিল নন্দা। প্রতারণা ও আত্মহত্যার প্ররোচনার ঘটনায় নাম জড়িয়েছে ফার্মের এড়িয়া ম্যানেজার, সেলস ম্যানেজার, শাহাজাহানপুরের ডিলার সহ আরও তিনজন কর্মীর। অভিযোগ, জীতেন্দ্র সিং যিনি ট্রাক্টরের এজেন্সি চালাতেন তাঁকেই আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে। মিডিয়া রিপোর্ট মোতাবেক, পাপড় হামজাপুর গ্রামের বাসিন্দা জীতেন্দ্র সিংয়ের ভাই জ্ঞানেন্দ্র সিং এই অভিযোগ দায়ের করেছেন। প্রাথমিকভাবে জীতেন্দ্র ও তাঁর সহকারী লাল্লা বাবু ট্রাক্টর এজেন্সি সামলাতেন। কিন্তু, পার্টনারের জেল হওয়ার দরুণ পরে একটাই ব্যবসাটি দেখছিলেন।
/indian-express-bangla/media/post_attachments/8f280484-b15.jpg)
সেই সময় নিখিল নন্দা ও তাঁর সংস্থার বেশ কিছু কর্মী তাঁকে সেলস বাড়ানোর জন্য চাপ দিতে থাকেন। ডিলারশিপ বাতিলের হুমকি পর্যন্ত দিতেন। সেলসের টার্গেট পূরণ করতে না পারলে বাড়ি-ঘর নিলামে তোলার ভয় দেখানোর অভিযোগও রয়েছে। পরিবার ও কাছের বন্ধুদের সঙ্গে জীবনের সেই হতাসা শেয়ার করতেন জীতেন্দ্র। ২০২৪-এর ২১ নভেম্বর ফের তাঁর উপর চাপ বাড়ানো হয়। ঠিক তার পরদিন অর্থাৎ ২২ নভেম্বর আত্মহত্যা করেন ওই ব্যক্তি। জীতেন্দ্রর পরিবারের দাবি, পুলিশ কোনও সাহায্য করেনি। আদালত নির্দেশ দেওয়ার পরই মামলা দায়ের হল।
ছেলের মৃত্যুতে তাঁর বাবা শিব সিং জানিয়েছেন, নিখিল নন্দার জন্যই পরিবারে এই দুর্ঘটনা ঘটেছে। তাঁর বক্তব্য, 'আমি জানি না নিখিল নন্দা কে। আমরা শুধু ন্যায় বিচার চাই।' দাতাগঞ্জ থানার অফিসার জানিয়েছেন ঘটনার তদন্ত চলছে। উল্লেখ্য, নিখিল নন্দা কিন্তু, শুধুমাত্র বচ্চন পরিবারের জামাই নন। রাজ কাপুরের মেয়ে রীতু নন্দার পুত্র। পারিবারিক সূত্রে ঋষি কাপুর, রণধীর কাপুর ও রাজীব কাপুর তাঁর মামা। করিশ্মা-করিনা-রণবীর তুতো ভাই-বোন।