Advertisment
Presenting Partner
Desktop GIF

Amitabh Bachchan: এতবড় অভিনেতা হয়েও বাড়ির মেয়েদের নিয়ে 'ছোট' আক্ষেপ! অমিতাভের জলসায় এসবও হত...?

Amitabh daughter Sweta: বাবার একদম অপছন্দ মেয়েদের এই কাজ? তাও শ্বেতা যা করতেন তাতে...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
amitabh bachchan, shweta bachchan, aishwarya rai, jaya bachchan

Amitabh Family- কী হত অমিতাভের বাড়িতে? ছবি-সংগৃহীত

অমিতাভ বচ্চনের অভিনয় জীবন নিয়ে নানা প্রশ্ন উঠলেও এবার তাঁর বাড়ির মেয়েদের একটি নির্দিষ্ট কাজের কথা উল্লেখ করা হয়েছে। যাতে, এই বক্তব্য পরিষ্কার যে অভিনেতা একটি নির্দিষ্ট বিষয়েই বেশ বিরক্ত বোধ করেন।

Advertisment

সম্প্রতি তার নাতনি নভ্যা নন্দা, তাঁর শোয়ে এই নিয়েই উল্লেখ করেছেন যে তাঁর দাদু একটি নির্দিষ্ট বিষয় একেবারেই পছন্দ করতেন না। মেয়ে হোক বা নাতনি, বাড়ির মেয়েদের এই কাজ করতে একেবারেই বারণ করতেন অমিতাভ। মেয়ে শ্বেতাকে বকা দিয়েছিলেন প্রচণ্ড মাত্রায়। নভ্যা তার শোয়ে মাকে প্রশ্ন করলেন, আপনার বাবার তো এতে অসম্মতি ছিল।

প্রসঙ্গে শ্বেতা বলেন, ছোট থেকেই বেশ ছোট চুল রাখতে ভালবাসতেন তিনি। নভ্যা বলেন, হ্যাঁ! আর দাদুর এটা পছন্দ ছিল না। শ্বেতা পাল্টা বলেন, "না, পছন্দ করতেন না, এমনটা মোটেই না। কিন্তু নাতনির দাবি, "মোটেই না। এমনকি আমি যখন চুল কাটতাম উনি রেগে যেতেন। বলতেন, কেন করলে এটা? উনি এটা ঘৃনা করেন। তাঁর লম্বা চুল পছন্দ। আমাদের মধ্যে যে কেউ চুল কাটলে তাঁর অপছন্দ ছিল।

আরও পড়ুন - Jaya Bachchan: ‘স্বামীর সঙ্গে তুই-তোকারি আবার কী?’ নাতনিকে প্রকাশ্যে পাঠ পড়ালেন জয়া!

তবে, তাঁদের কথোপকথনে এটুকু পরিষ্কার যে বচ্চন বাড়িতে চুল নিয়ে চুলোচুলি হয় মারাত্মক। তাঁর, মায়ের সঙ্গে মামার মাঝেমধ্যেই এই নিয়ে ঝামেলা লাগত। একদিন তো অভিষেক তাঁর মায়ের মাথা থেকে চুল টেনে ছিঁড়ে ফেলেছিলেন। এপ্রসঙ্গে শ্বেতা বলেন, ছিঁড়ে ফেলেনি বরং কেটে দিয়েছিল। শ্বেতা বলেন...

"মা বাবা বাড়ি ছিলেন না। একদিন দুজনের মধ্যে তর্কাতর্কি হয়। ওর হাতে যে কোথাথেকে একটা কাঁচি চলে এল। সেটাই হল কাল! আমার মাথার মাঝখান দিয়ে ও চুলটা কেটে দিল।"

Navya Naveli Nanda amitabh bachchan Jaya Bachchan Shweta Bachchan bollywood Entertainment News
Advertisment