বৃহস্পতিবার প্রকাশ্যে এল তেলুগু পিরিয়ড ড্রামা 'সায়রা নরসিংহ রেড্ডি' ছবিতে অমিতাভ বচ্চনের ফার্স্ট লুক। ছবির মুখ্য চরিত্রে দেখা যাবে প্রখ্যাত দক্ষিণী অভিনেতা চিরঞ্জীবীকে। ছবিতে অমিতাভ বচ্চন রয়েছেন গোঁসাই ভেনকান্নার ভূমিকায়। চিরঞ্জীবী ছবিতে রায়ালাসিমার চরিত্রে। মুক্তিযোদ্ধা উদ্দয়ালাওয়ারা নরসিংহ রেড্ডির বায়োপিক এই ছবি। ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম সামরিক বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন তিনি।
Advertisment
'সায়রা নরসিংহ রেড্ডি' প্রথমবার হেডলাইনে এসেছিল ছবির কাস্টিংয়ের জন্য। চিরঞ্জীবী এবং অমিতাভ বচ্চন ছাড়াও ছবিতে দেখা যাবে নয়নতারা, কিচ্ছা সুদীপ, তামান্না ভাটিয়া, বিজয় সেতুপচি ও জগপতি বাবুকে।
তাঁর জন্মদিনের দিনই প্রকাশ্যে এল বিগ বির ফার্স্ট লুক। তবে এবছর শুধু এই ছবিই নয়, 'ঠাগস অফ হিন্দোস্তান'-ও রয়েছে তালিকায়। নাগরাজ মাঞ্জুলের হিন্দি ডেবিউ 'ঝান্ড' ছবিতেও দেখা যাবে সিনিয়র বচ্চনকে। ঝান্ড ছবিতে এক প্রফেসরের ভূমিকায় বিগ বি, যিনি রাস্তার ছেলেদের নিয়ে একটি ফুটবল টিম তৈরি করেন। নভেম্বরে শুরু ছবির শুটিং। এছাড়াও জনপ্রিয় রিয়্যালিটি শো 'কৌন বনেগা ক্রোড়পতি' তো রয়েইছে ঝুলিতে। সদ্য মেয়ে শ্বেতা বচ্চন নন্দার লেখা বইও প্রকাশ করলেন তিনি।
এই ছবির প্রযোজনার দায়িত্ব নিয়েছেন চিরঞ্জীবীর ছেলে রাম চরণ। গতবছর ব্লকবাস্টার 'খিলাড়ি ১৫০' ছবির পর আবার এবছর ছেলে-বাবার যুগলবন্দী। কোনিডেলা প্রোডাকশনের 'সায়রা নরসিংহ রেড্ডি'-র পরিচালক সুরেন্দর রেড্ডি। বলিউড কম্পোজার অমিত ত্রিবেদী এই ছবির মাধ্যমেই তেলুগু ছবিতে ডেবিউ করছেন।