Advertisment
Presenting Partner
Desktop GIF

ঠাগস অফ হিন্দুস্থানে কেমন লুকে ধরা দিচ্ছেন অমিতাভ বচ্চন?

মঙ্গলবার আমির থান প্রকাশ্যে আনলেন ঠাগস অফ হিন্দুস্থানে অমিতাভ বচ্চনের চরিত্রের নাম ও লুক। এবছরে ৮ নভেম্বরেই মুক্তি পাবে ঠাগস অফ হিন্দুস্থান।

author-image
IE Bangla Web Desk
New Update
Amitabh Bachchan plays Khudabaksh in Thugs of Hindostan.

ঠাগস অফ হিন্দুস্থানে খুদাবক্সের ভূমিকায় অমিতাভ বচ্চন।

মঙ্গলবার আমির খান প্রকাশ্যে আনলেন ঠাগস অফ হিন্দুস্থানে অমিতাভ বচ্চনের চরিত্রের নাম ও লুক। যশ রাজ ফিল্মসের এই ছবি পিরিয়ড ড্রামা। সেখানে ঠগীদের দলপতির ভূমিকায় দেখা যাবে অমিতাভ বচ্চনকে। এদিন আমির খান ছবির ফার্স্ট লুকের সঙ্গে সঙ্গে জানালেন ছবিতে সিনিয়র বচ্চনের নামও। অমিতাভ বচ্চন এই ছবিতে খুদাবক্সের ভূমিকায় রয়েছেন।

Advertisment

টুইটারে অমিতাভ বচ্চনের লুক শেয়ার করে আমির খান লেখেন, সবথেকে বড় ঠগী... ভালবাসা।

ফিলিপ মিড্যোস টেলরের উপন্যাস 'কনফেশন অফ আ থাগ' এবং 'দ্যা কাল্ট অফ দ্য ঠাগী' অবলম্বনেই তৈরি এই ছবির প্লট। ছবিতে আমির খান মুখ্য চরিত্র আমির আলির ভূমিকায় অভিনয় করছেন। দীপাবলীতে মুক্তি পাওয়ার কথা এই ছবির। আর নির্মাতা বলেছেন এখনও পর্যন্ত বলিউডের বড় রিলিজ হতে চলেছে ঠাগস অফ হিন্দুস্থান। বড় পর্দায় আগে না দেখা সিনেম্যাটিক অভিজ্ঞতা পেতে চলেছেন দর্শক, এমনটাই দাবী তাঁদের।

আরও পড়ুন, অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার বক্স অফিসে সাফল্যের তালিকায় চতুর্থ

এ ছবির সময়কাল ১৯ শতকের প্রথম দিক। এবং ঠাগস অফ হিন্দুস্থান নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে প্রচুর কৌতূহল ও প্রত্যাশা তৈরি হয়েছে। আমির খান ও বলিউড শাহেনশা অমিতাভ বচ্চন ছাড়া এ ছবিতে দেখা যাবে ক্যাটরিনা কাইফ, ফতিমা সানা শেখকে। এবছর ৮ নভেম্বরেই মুক্তি পাবে ঠাগস অফ হিন্দুস্থান।

aamir khan amitabh bachchan Thugs of Hindostan
Advertisment