একের পর এক ছবি হাতছাড়া হয়েছিল অমিতাভের ( Amitabh Bachchan )। কেন, সেটা অনেকেই জানেন। কেউ তাঁর উচ্চতার জন্য না করতেন আবার কেউ তাঁর গলার আওয়াজ শুনে। কিন্তু, ইন্ডাস্ট্রিতে আসার পর শুধুই রিজেকশন! সেদিন এই প্রসঙ্গেই গল্প শুরু করেন প্রেম চোপড়া।
অমিতাভের সঙ্গে তাঁর সম্পর্ক দীর্ঘদিনের। তাঁকে সুপারস্টার হতে দেখেছেন। কাজ করেছেন অনেক ছবিতে। একজন লিডিং হিরো হওয়া মোটেই সহজ ছিল না অমিতাভের কাছে। বরং সেইসময় নিজেকে প্রতিষ্ঠিত করতে যে রোল পেতেন সেটিই করতে চাইতেন। অভিনেতা হিসেবে পরিচিতি পাওয়ার খিদে ছিল সাংঘাতিক। লিড হিরো হওয়ার ইচ্ছে থাকলেও চরিত্রের বাচ বিচার করতেন না। এই প্রসঙ্গেই প্রেম চোপড়া বলেন..
আরও পড়ুন < ঠাস করে চড় খেলেন যীশু সেনগুপ্ত! কিন্তু কেন? >
"তখন যারা হিরো হতে চাইতেন অনেকেই পার্শ্বচরিত্রে অভিনয় করতে চাইতেন না। কিন্তু অমিতাভ একেবারে ভিন্ন ছিলেন। তিনি সবধরনের চরিত্র করতেই আগ্রহী ছিলেন। মনোজ কুমারের একটি চরিত্র করতেও রাজি হয়েছিলেন কিন্তু পরে কোনও কারণে আর সেটা করা হয়ে ওঠেনি। অনেক সিনেমা থেকে তিনি বাদ পড়েছিলেন। শুরুর দিকে অনেক চরিত্র থেকে তাঁকে ইচ্ছে করেই সরিয়ে দেওয়া হয়। কারণ, একজন প্রযোজক বলেছিলেন, একটি বাণিজ্যিক ছবিতে অমিতাভকে হিরো হিসেবে বিক্রি করা যাবে না।"
এতকিছুর পরেও কোনোদিন আশা ছাড়েননি অমিতাভ। চেষ্টা চালিয়ে গিয়েছিলেন প্রতিনিয়ত। রাতের পর রাত কাটিয়েছেন মুম্বইয়ের সমুদ্রের ধারে। আজ অনেককিছুর পরেই শাহেনশাহ অফ বলিউড হয়েছেন তিনি। তবে, বাদ পড়েছিলেন 'গুড্ডি' ,'দুনিয়া কা মেলা'র মত ছবি থেকে। ত্রিশূল ছবি ছিল তাঁর জীবনের মাইলস্টোন।