Amitabh Bachchan New Post: : 'আপনি বলতে পারবেন না শুধু...', নতুন পোস্টে কাকে ধমক অমিতাভের? জল্পনা তুঙ্গে

Amitabh Bachchan : সোশ্যাল মিডিয়ায় নতুন পোস্ট শেয়ার করলেন অমিতাভ বচ্চন। সেখানে কী এমন লিখলেন যা নিয়ে চলছে জোড় জল্পনা!

Amitabh Bachchan : সোশ্যাল মিডিয়ায় নতুন পোস্ট শেয়ার করলেন অমিতাভ বচ্চন। সেখানে কী এমন লিখলেন যা নিয়ে চলছে জোড় জল্পনা!

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
Amitabh Bachchan, Amitabh Bachchan blog, অমিতাভ বচ্চন, অমিতাভের ব্লগ, bengali news today

নতুন পোস্টে কাকে ধমক অমিতাভের?

Amitabh Bachchan Tweet:: সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় অমিতাভ বচ্চন। ব্যক্তিগত জীবনের খুটিনাটি ভক্তদের সঘঙ্গে শেয়ার করেন বিগ বি। সিনেমা সংক্রান্ত তথ্য থেকে প্রিয় মানুষদের জন্মদিনের শুভেচ্ছা জানানোর মাধ্যম হিসেবে বরাবরই সোশ্যাল মিডিয়ার ভক্ত অমিতাভ। তবে বিগ বি-র লেটেস্ট পোস্টে যেন রাগের আভাস! এক্স হ্যান্ডেলে অমিতাভ বচ্চন রাগের ইমোজি দিয়ে লিখেছেন 'চুপ'।

Advertisment

Advertisment

যা দেখে নেটিজেনরা মনে করছেন, মেগাস্টারের মুড ভাল নেই। 'চুপ'  লিখে কী বলতে চাইছেন সেটা ঠিক বোধগম্য হচ্ছে না। তবে নেটনাগরিকদের একটা বড় অংশ মনে করছে, অমিতাভ হয়তো এই পোস্টের মাধ্যমে জয়া বচ্চনকেই কিছু বলতে চাইছেন। অমিতাভের এই পোস্ট ঘিরে চর্চা একেবারে তুঙ্গে। 

এক ব্যক্তি মজা করে কমেন্ট করেছেন, 'জয়া ম্যাম এখন অনলাইন হবেন না। তাই এখানেই ক্ষোভ উগরে দিলেন বচ্চন সাব'। অপর এক ব্যক্তি লিখেছেন, 'আরে বচ্চন জি এটা তো জয়া জিকে বলা উচিত'। নেটপাড়ার এক সদস্য আবার খোঁচা মেরে লিখেছেন, 'আপনি বলতে পারবেন না। শুধু লিখতেই পারবেন'।

এই মুহূর্তে কৌন বনেগা ক্রোড়পতি নিয়ে ব্যস্ত রয়েছেন অমিতাভ। অত্যন্ত জনপ্রিয় এই শোয়ে কয়েকদিন আগেই এসেছিলেন অমিতাভ পুত্র অভিষেক। মুহূর্তে ভাইরাল হয়েছিল সেই এপিসোডের ক্লিপিং। বিগ বি-কে শেষ দেখা গিয়েছে Kalki 2898 AD-তে। এছাড়াও চলতি বছরে আরও একটি ছবি Vettaiyan-এ কাজ করেছেন।

বিগ বি-র পরবর্তী ছবি কার্টুন ড্রামা Section 84। প্রসঙ্গত, ২২ নভেম্বর মুক্তি পেয়েছে অভিষেক বচ্চন অভিনীত 'I Want to Talk'। সুজিত সরকার পরিচালিত এই ছবি দর্শকের মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। এইরকম পরিস্থিতিতে ছেলের পাশে দাঁড়িয়েছেন বিগ বি। নিজের ব্লগে অভিষেকের মনের জোড় বাড়াতে একটি লম্বা চওড়া পোস্ট লিখেছিলেন অমিতাভ। 

আরও পড়ুন: 'এবার বাড়ি ফেরার সময় এসেছে...', রুপোলি জগৎকে বিদায় জানালেন বিক্রান্ত মাসে

amitabh bachchan bollywood movie Jaya Bachchan bollywood actress Bollywood Actor Bollywood Couple