Advertisment
Presenting Partner
Desktop GIF

আরাধ্যার বচ্চনের স্বাস্থ্য নিয়ে ভুয়ো খবর! খুদে বয়সেই হাইকোর্টে মামলা অমিতাভের নাতনির

YouTube চ্যানেলের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ অভিষেক-ঐশ্বর্যার মেয়ে।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Amitabh Bachchan, Amitabh Bachchan granddaughter, Aaradhaya Bachchan, Aishwarya Rai, Abhishek Bachchan, Aishwarya Rai-Abhishek Bachchan daughter, অমিতাভ বচ্চন, অমিতাভ বচ্চনের নাতনি, ঐশ্বর্যা রাই বচ্চন, অভিষেক বচ্চন, অভিষেক ঐশ্বর্যার মেয়ে, আরাধ্যা বচ্চন, বলিউডের খবর

YouTube চ্যানেলের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ আরাধ্যা বচ্চন

বয়স মাত্র ১১। আর এই খুদে বয়সেই ভুয়ো খবরের বিরুদ্ধে উচ্চ আদালতে মামলা দায়ের অমিতাভ বচ্চনের নাতনি আরাধ্যা বচ্চন। অভিযোগ, এক ইউটিউব চ্যানেলে ক্রমাগত আরাধ্যা শারীরিক পরিস্থিতি নিয়ে ভুয়ো খবর করছিল। সেই বিষয়টি নজরে আসতেই দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিষেক-ঐশ্বর্যার মেয়ে। বৃহস্পতিবার সেই মামলার শুনানি।

Advertisment

স্টার-কিড হওয়ার দরুণ ভূমিষ্ঠ হওয়ার আগে থেকেই খবরে থাকেন তাঁরা। অভিষেক-ঐশ্বর্যার সন্তানের ক্ষেত্রেও তার অন্যথা হয়নি। তবে মেয়েকে নিয়ে কখনও রাখঢাক করেননি। বরং ভারতীয় সংস্কৃতি, আদাব-কায়দা শিখিয়ে সামাজিক করে তুলেছেন তাঁরা আরাধ্যাকে। যে কোনওরকম হাইপ্রোফাইল পার্টিতে কিংবা ফ্যাশন শোয়ে বা পশ্চিমী দেশের রেড কার্পেটেও মা ঐশ্বর্যার হাত ধরে দিব্যি গুটি গুটি পায়ে হেঁটেছেন তিনি। উপরন্তু কিংবদন্তী অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের নাতনি হওয়ায় স্বাভাবিকভাবেই তিনি স্পটলাইটে থাকেন। এক ইউটিউব চ্যানেলে ক্রমাগত ভুয়ো খবর দেখানো হচ্ছিল আরাধ্যাকে নিয়ে। শেষমেশ বিরক্ত হয়ে আদালতে মামলা দায়ের করেন আরাধ্যা বচ্চন।

পিটিশনে এও উল্লেখ করা হয়েছে যে, ইউটিউবে তাঁর নামে আপলোড করা সমস্ত ভিডিও মুছে দিতে হবে। যদিও বচ্চন পরিবারের তরফে এই বিষয়ে এখনও কোনওরকম মুখ খোলেননি কেউই। গতবছর এক সাক্ষাৎকারে অভিষেক বচ্চন জানিয়েছিলেন যে, আরাধ্যার ফটো এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় যেভাবে ঘুরছে, তা মোটেই কাম্য নয়। উপরন্তু স্কুল থেকে তাঁর মেয়ের ফটো ফাঁস হওয়ার রটনাকেও চুপ করিয়ে দিয়েছেন। বরং পাপ্পারাজিদেরকেই তার জন্য দায়ী করে অভিষেক বলেন, "যখন বাড়ি থেকে বেরবে, তখনই আপনারা আরাধ্যার ছবি, ভিডিও তুলবেন। এভাবেই ওর ছবি-ভিডিও ভাইরলা হচ্ছে। এটা নিয়ে কথা বলার আর কোনও প্রয়োজন পড়ে না।"

<আরও পড়ুন: প্রয়াত ইরফানের শেষ ছবি, ‘দ্যা সঙ্গ অফ স্করপিওন’ ছবিতে অনবদ্য অভিনেতা! দেখুন>

পাশাপাশি অভিষেক এও বলেন যে, "আরাধ্যা দুজন অভিনেতা এবং দুজন তারকার নাতনি। ওর মা ওকে প্রতিনিয়ত শেখায় যে, সাধারণ মানুষ ওকে দেখতেই চাইবে, এর জন্য যথাসম্ভব বিনীত থাকা উচিত। কোনওরকম অতিরিক্ত সুবিধে না নিয়ে এটাকে প্রশংসার চোখে দেখা উচিত। এবং যদি কোনওদিন আরাধ্যাও অভিনয়ের পেশায় আসে, তাহলে ওকে কঠোর পরিশ্রম করতে হবে। মেয়ে যখন ছোট ছিল, তখনই ঐশ্বর্যা আমার সঙ্গে এই বিষয়ে কথা বলেছে।"

প্রসঙ্গত, সম্প্রতি মা ঐশ্বর্যা রাই বচ্চনের সঙ্গে নিতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে দেখা গিয়েছিল আরাধ্যাকে। সেখানে পাপ্পারাজিরা তাঁকে আলাদাভাবে ক্যামেরার সামনে পোজ দিতে বললে, মা ঐশ্বর্যা এগিয়ে এসে বাঁধা দিয়ে জানান, ও এসবের জন্য এখন খুবই ছোট। অনুরাগীরা অভিনেত্রীর এমন আচরণে কুর্নিশ জানিয়েছেন তাঁকে।

aradhya bachchan amitabh bachchan Jaya Bachchan Aishwarya Rai Bachchan bollywood Abhishek Bachchan Bollywood News Entertainment News
Advertisment