New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/08/amitabh-2.jpg)
উত্তরপ্রদেশের কৃষকদের ঋণ শোধ করতে সাহায্য করবেন অমিতাভ বচ্চন।
Amitabh Bachchan donation to Kerala flood victims: কেরালার বন্যা আক্রান্তদের জন্য অমিতাভ বচ্চন ৫১ লক্ষ টাকা দান করেছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রীর তহবিলে
উত্তরপ্রদেশের কৃষকদের ঋণ শোধ করতে সাহায্য করবেন অমিতাভ বচ্চন।
Kerala Flood Victims: অ্যাঙ্গরি ইয়ং ম্যানের ইমেজটুকু ওই পর্দাতেই ছিল, এমনিতে বলিউডে তিনি ঠাণ্ডা মাথার বলেই পরিচিত। সোশ্যাল মিডিয়ায় ট্রোল্ড হলেও রয়ে সয়েই জবাব দেন। এ হেন অমিতাভও মেজাজ হারালেন। বুধবার মাঝরাতে স্টুডিও থেকে নিজের ছবি বেশ খোশমেজাজেই দিয়েছিলেন ইন্সটাগ্রামে। সেই ছবি নিয়েই সোশ্যাল মিডিয়া তোলপাড় হল।
ইন্সটাগ্রামে কেবিসির রেকর্ডিং-এর ছবিতে নিজেই মন্তব্য করেছিলেন, মাঝরাতে যেটা করতে সবচেয়ে ভাল লাগে, তাইই করছেন। দিব্যি অনুরাগীদের নানা প্রতিক্রিয়ায় ভাসছিল সোশ্যাল দুনিয়া। এমন সময় একজন দুম করে প্রশ্ন করে ফেললেন বিগ বির উদ্দেশে, "কেরালাকো ডোনেশন দিয়া?" বেশ ব্যঙ্গ করেই জানতে চাইলেন তিনি কেরালায় বন্যাদুর্গতদের জন্য কিছু দান করেছেন কী না! বিগ বির উত্তর, "জানতে পারবেন"। পাল্টা প্রশ্নও করলেন "আপনি দিয়েছেন তো?" চটে না গেলে অমিতাভ যে পাল্টা জবাব দেন না, টুইটার-ইন্সটাগ্রামে যাঁদের অবাধ চলাচল, ভালই জানেন তাঁরা।
কেরালার বন্যা আক্রান্তদের জন্য অমিতাভ বচ্চন যে ৫১ লক্ষ টাকা দান করেছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রীর তহবিলে, এ খবর ছড়িয়েছে ঘণ্টা কয়েক আগেই। ত্রাণের আয়োজনের দায়িত্বে থাকা রেসুল পুকুটি টুইট করে আগেই ধন্যবাদ জানিয়েছিলেন অমিতাভ এবং অভিষেককে।
Benevolence and kindness in this grave hour of need has no word for thanking, but for sincere gratitude, love and affection. @SrBachchan and @juniorbachchan the people of Kerala consider you one of their own, and your hand of help is deeply appreciated.Respect ????????????
— resul pookutty (@resulp) August 19, 2018
এবারে ধোঁয়াশা কাটল, কেন বিগ বি বলেছিলেন, 'জানতে পারবেন'। আর্থিক অনুদান ছাড়াও বন্যা দুর্গতদের জন্য তিনি ৬ বাক্স ভর্তি টি শার্ট, প্যান্ট, জ্যাকেট, জুতো পাঠিয়েছেন। কেরালার বন্যা ত্রাণে দান করা সেলেবদের তালিকায় রয়েছেন কিং খান, সুশান্ত সিং রাজপুত, ঋত্বিক রোশনও।