scorecardresearch

‘এবার কি পায়ে ধরব…’, মাথায় হাত অমিতাভ বচ্চনের! কী হল হঠাৎ?

সকাল হতেই সোশ্যাল মিডিয়ায় উত্তেজনা, চিন্তিত বিগ বি!

amitabh bachchan, twitter blue tick, amitabh twitter, shah rukh khan twitter, salman khan twitter, amitabh blue tick, amitabh twitter
অমিতাভ বচ্চন

সকাল হতেই টুইটার থেকে হাওয়া নীল টিক! একের পর এক সেলেবদের একাউন্ট থেকে হাওয়া ভেরিফিকেশন আইকন, মাথায় হাত বলি সেলেবদের। এবার এক্কেবারে টুইটারের হাতে পায়ে ধরতে বাকি রাখলেন অমিতাভ বচ্চন।

তিনি সিনিয়র বচ্চন, শাহেনশাহ অফ বলিউড… তার পরিচিতি জগৎ জোড়া। তাঁর একাউন্ট থেকে নীল টিক হাওয়া হতেই সোজা টুইটারের কাছে অভিযোগ করলেন তিনি। বিগ বি বলে কথা, হাতজোড় করছেন টুইটারের সামনে! একথা যেন বিশ্বাস হওয়ারই নয়। টাকা দিয়ে দিয়েছেন তিনি, তারপরেও হচ্ছে না সুরাহা। তবে, এমনটাই ঘটেছে। অমিতাভ টুইটারের মাধ্যমে জানালেন নিজের অভিযোগ।

বললেন, “এই টুইটার ভাই! শুনতে পাচ্ছ? এবার তো টাকাও দিয়ে দিয়েছি তাহলে কেন এই যে ব্লু টিকটি দেওয়া থাকে সেটি ফিরছে না। কারণ, লোকজন তো জানতে পারবে আমি আসলেই অমিতাভ! নকল ফাঁদে পড়বে না। হাত জোড় তো করেছি, এবার কি পা-ও ধরব নাকি”। অমিতাভের কথা শুনে চোখ কপালে অনুরাগীদের। বেশিরভাগই শান্তনা দিলেন বিগ বি-কে।

উল্লেখ্য, শুধু অমিতাভ একা নন। এই সমস্যায় পড়েছেন অনেকেই। রোহিত শর্মা থেকে বিরাট কোহলি, রণবীর সিং, রজনীকান্ত, প্রকাশ রাজ – সকলেই হারিয়েছেন ব্লু টিক। মাস প্রতি ৬৫৭ টাকা দিতেই আবারও ফিরবে ব্লু টিক, এমনটাই জানানো হয়েছে কর্তৃপক্ষের তরফে।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Amitabh fold hands in front of twitter for blue tick