করোনা আবহ এখনও কাটেনি। একের পর এক বলিউডের প্রবীণ শিল্পীদের শরীরের থাবা বসাচ্ছে এই মারণ ভাইরাস। এবার কোভিডে আক্রান্ত জনপ্রিয় অভিনেতা অমল পালেকর (Amol Palekar)। করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার পর জানুয়ারি মাসের ৩০ তারিখ থেকেই অভিনেতা হাসপাতালে ভর্তি।
বিগত দশ দিন ধরে মুম্বইয়ের দীননাথ মঙ্গেশকর হাসপাতালে ভর্তি অমল পালেকর। করোনায় আক্রান্ত হওয়ার পর ছিলেন ভেন্টিলেশনেও। বুধবার প্রবীণ অভিনেতার হাসপাতালে ভর্তি হওয়ার খবর প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন অনুরাগীরা। কেমন আছেন অমল এখন? জানালেন স্ত্রী সন্ধ্যা গোখলে। তিনি জানান, "আপাতত সেরে উঠছেন অভিনেতা। এখন চিন্তার কোনও কারণ নেই। আগের থেকে ভাল আছেন। প্রচণ্ড ধূমপান করার জন্য দীর্ঘ কয়েক বছর থেকেই শারীরিক সমস্যায় ভুগছিলেন। দশ দিন আগেও আচমকা অসুস্থবোধ করায় হাসপাতালে ভর্তি করাতে হয়। তবে এখন ওঁর শারীরিক পরিস্থিতি ভাল রয়েছে।"
<আরও পড়ুন: গোদাবরী নদীতে বিসর্জন হল লতা মঙ্গেশকরের অস্থি, ভারাক্রান্ত কিংবদন্তীর পরিবার>
এর আগে দীননাথ মঙ্গেশকর হাসপাতালের চিকিৎসক ডাক্তার পরীক্ষিত প্রয়াগ জানিয়েছিলেন, খুব অসুস্থ হয়েই হাসপাতালে ভর্তি হয়েছিলেন অমল পালেকর। শারীরিক পরিস্থিতি এতটাই কারাপ ছিল যে, গোড়ার দিকে ভেন্টিলেশন সাপোর্টের প্রয়োজন হয়েছিল। তবে পরে খানিক সুস্থ হওয়ায় ICU-তে ভর্তি করা হয়।
প্রসঙ্গত, পাঁচ দশক ধরে মুম্বই ফিল্মি দুনিয়ায় বেজা সক্রিয় ছিলেন অমল পালেকর। হিন্দি-মারাঠি ছাড়াও বেশ কিছু আঞ্চলিক ভাষার সিনেমায় অভিনয় করেছেন অভিনেতা। তবে 'রজনীগন্ধা', 'ছোটি সি বাত', 'গোল মাল', 'চিৎচোর', 'নরম গরম', 'বাতো বাতো মে'র মতো একাধিক সিনেমার জন্য দর্শক আজও তাঁকে মনে রেখেছে। রোজকার জীবনযুদ্ধের মধ্য দিয়ে চলা একজন ছাপোষা, মধ্যবিত্ত ভদ্রলোকের চরিত্রে অমল পালেকর তাঁর প্রতিটা সিনেমায় দর্শকের মনে দাগ কেটেছেন। গতবছরই ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভ-এর '২০০ হাল্লা হো' সিরিজে দিয়ে ফের অভিনয় জীবনে প্রত্যাবর্তন ঘটান তিনি।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন