Anamika Saha: 'আমি উত্তমকুমারকে পাইনি', সৌমিত্রর বুকে মাথা রেখে হাউহাউ করে কান্না 'বিন্দু মাসি' অনামিকা সাহার

Anamika Saha Struggle: ছোট থেকেই গায়ের রং কালো বলে খোঁটা শুনতে হয়েছে। অভিনেত্রী হওয়ার স্বপ্নপূরণের পথেও এসেছে অনেক বাধা। ব্যক্তিগতজীবনে অনেক যন্ত্রণার মাঝেও সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে রোম্যান্টচিক দৃশ্যে অভিনয়ের সুযোগ ছিল বিরাট প্রাপ্তি।

Anamika Saha Struggle: ছোট থেকেই গায়ের রং কালো বলে খোঁটা শুনতে হয়েছে। অভিনেত্রী হওয়ার স্বপ্নপূরণের পথেও এসেছে অনেক বাধা। ব্যক্তিগতজীবনে অনেক যন্ত্রণার মাঝেও সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে রোম্যান্টচিক দৃশ্যে অভিনয়ের সুযোগ ছিল বিরাট প্রাপ্তি।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
anamika saha, anamika saha news, anamika saha update, anamika saha tolly news, অনামিকা সাহা, বিন্দুমাসি অনামিকা সাহা, অনামিকা সাহার ডায়লগ tolly news, tollywood, entertainment news, today entertainment news, latest entertainment news, entertainment news update, টলিউড

চিরঞ্জিৎ বলেছিল মোটা হয়ে যাও, মা-মাসির চরিত্রে অভিনয়ের সুযোগ পাবে: অনামিকা

পর্দার পরিচিত ভিলেন টলিউডের বর্ষীয়ান অভিনেত্রী অনামিকা সাহা। পর্দায় তাঁর দাপটে কুপোকাত দর্শক। আজও তিনি সকলের কাছে বিন্দু মাসি বলেই বেশি পরিচিত। কিন্তু, বাস্তবে সেই মানুষটাই একেবারে অন্যরকম। ব্যক্তিগত জীবনে রয়েছে অনেক কষ্ট, না বলা অনেক যন্ত্রণা। সম্প্রতি এক সাক্ষাৎকারে জীবনযুদ্ধের কথা বলতে গিয়ে যেন কষ্টগুলো গলার কাছে দলা পাকিয়ে যাচ্ছিল। গায়ের রং কালে বলে কাছের মানুষদের কাছেই অনেক লাঞ্ছনা-গঞ্জনা সহ্য করতে হয়েছিল।

Advertisment

বাড়ির অমতে অভিনয়জগতে এসেছিলেন। আত্মীয়স্বজনরা অনামিকার মাকে বলেছিলেন, বাড়িতে কি হাঁড়ি চড়ছে না যে মেয়েকে বায়োস্কোপে নামিয়েছেন। মায়ের হাতে বেধরক মার মেরেছিলেন। বাড়ির সাপোর্ট কোনওদিন পাননি অনামিকা। বিয়ের পর শ্বশুবাড়ির চাপে বেশ কিছু বছর অভিনয় থেকে দূরে থাকতে হয়েছিল। 

জীবনের সেরা সময়টা যখন নিজেকে প্রতিষ্ঠিত করার আদর্শ সময় সেটাই হাতছাড়া হয়েছিল বিন্দু মাসি ওরফে অনামিকা সাহার। সেই সময় ভগবানের দূত হয়ে এসেছিলেন চিরঞ্জিত চক্রবর্তী। তিনি অনামিকাকে মোটা হওয়ার পরামর্শ দিয়েছিলেন। যাতে তিনি মা-কাকিমা বা মাসির চরিত্রে অভিনয়ের সুযোগ পান। কারণ চিরঞ্জিত তাঁর অভিনেতার চোখ দিয়ে বুঝেছিলেন অনামিকা একজন প্রতিভাবান শিল্পী।

তাই যে সময় চলে গিয়েছে সেটা নিয়ে আক্ষেপ না করে গ্ল্যামারাস অভিনেত্রী থেকে সোজা মা-মাসির চরিত্রে জাম্প করলেন অনামিকা। কিন্তু, তাঁর একফোঁটাও দুঃখ হয়নি। কারণ তিনি অভিনয়ে ফেরার সুযোগ পেয়েছিলেন। চার বছর বয়স থেকে নাচ শিখতেন। গানও শিখেছেন অনামিকা সাহা।

Advertisment

নাচের জন্য অনের পুরস্কারও পেয়েছিলেন। কেরিয়ারের শুরুতে ডান্সারের চরিত্রে অভিনয় করতেন। ছোট থেকেই মা-বাবার ধারণা ছিল তাঁদের মেয়ে কালো। পাত্র পেতে সমস্যা হবে তাই নাচ-গান শেখা থাকলে সেক্ষেত্রে সুবিধা হতে পারে। ব্যক্তিগতজীবনে আশান্তি থাকলেও সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে রোম্যান্টিক দৃশ্যে অভিনয় করে পরম তৃপ্তি পেয়েছিলেন।

পরিচালক কাট বলার পরও সৌমিত্রর বুকে মাথা রেখে দিয়েছিলেন অনামিকা। তারপর খোদ সৌমিত্র চট্টোপাধ্যায় তাঁর হাত ধরে সরিয়ে দেন এবং জানতে চান কী হয়েছে? তখন কেঁদে ফেলে অনামিকা বলেছিলেন, সৌমিত্রদা আমি উত্তমকুমারকে পাইনি। 

সৌমিত্র চট্টোপাধ্যায়কে এতটা কাছ থেকে দেখে উপলব্ধি করেছিলেন এই বুকেই সাবিত্রি চট্টোপাধ্যায়, অপর্ণা সেন, সন্ধ্যা রায়ের মতো বড় বড় হিরোইনরা এই বুকে মাথা রেখেছিলেন। অনামিকারও মনে হয়েছিল এবার তিনিও বলতে পারবেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে রোম্যান্টিক দৃশ্যে অভিনয় করেছেন। 

Anamika Saha Bengali Film Bengali Film Industry Bengali Cinema Bengali Actress