/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/04/anamikaaa.jpg)
করোনায় আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ অভিনেত্রী অনামিকা সাহা (Anamika Saha)। গত এক সপ্তাহ ধরেই ভর্তি রয়েছেন এম আর বাঙ্গুর হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, বর্ষীয়ান অভিনেত্রীর শরীরে অক্সিজেনের বিপুল ঘাটতি দেখা গিয়েছে। অতঃপর তাঁর শারীরিক পরিস্থিতির অবনতিও ঘটেছে। পাশাপাশি বাড়ছে জটিলতাও। বর্তমানে পুরোপুরি অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে তাঁকে। অনামিকা সাহাকে নিয়ে উদ্বিগ্ন তাঁর ঘনিষ্ঠমহল।
দিন কয়েক আগেই নিজের কোভিড (Covid-19) রিপোর্ট পজিটিভ আসার কথা সোশ্যাল মিডিয়ায় জানান অনামিকা। আকাশ আট চ্যানেলের 'হয়তো তোমারি জন্য' ধারাবাহিকের শ্যুটিং চলাকালীনই হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেত্রী। উল্লেখ্য, এই একই সিরিয়ালের অভিনেত্রী চৈতী ঘোষালও বর্তমানে করোনা আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে রয়েছেন। ওই ধারাবাহিকের সেট থেকেই সম্ভবত মারণ ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ে দুই অভিনেত্রীর শরীরে।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/04/e6vyzQqqbYhKHZQtHkpNE5I32MK.jpg)
প্রসঙ্গত, একুশের বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2021) জন্য রাজ্যের শাসক দলের হয়ে প্রচার করতেও দেখা গিয়েছিল অনামিকা সাহাকে। দিন কয়েক আগেই মদন মিত্র থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রচারসঙ্গী হয়েছিলেন বাংলা সিনেজগতের একসময়কার 'লেডি ডন'। নন্দীগ্রামেও মমতার হয়ে জনসভা করতে দেখা গিয়েছে তাঁকে। শ্যুটিংয়ের সেটে দাপিয়ে বেড়ানো সেই অভিনেত্রী কিনা এবার করোনায় কাবু। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন অনুরাগীরা।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/04/anamikaA.jpg)