/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/03/a3.jpg)
অনন্যা পাণ্ডে আবারও ট্রোল
ঠিক করে দাঁড়াতে পর্যন্ত পারেন না...আবারও ট্রোল অনন্যা পান্ডে। কিন্তু কেন? আবার কেনই বা তাঁকে নিয়ে সমালোচনা করছেন নেটিজেনরা?
শুটিং শেষ করে আফটার পার্টি উপলক্ষেই পৌঁছেছিলেন অনন্যা। যেখানে, তাঁকে নিয়ে আবারও শোরগোল। পরনে হালকা ইট রঙের পোশাক এবং হাই হিল। গাড়ি থেকে নেমেই তরতরিয়ে হেঁটে গেলেন তিনি। কিন্তু তাঁর দাঁড়িয়ে থাকার স্টাইল দেখেই ফুট কাটলেন দর্শকরা। তাঁদের কথায়, দাঁড়াতে আর হাঁটতে জানেন না কিন্তু তিনিও হিরোইন!
নেটিজেনদের কথায়, যেখানেই যাক না কেন অনন্যা এমন কিছু করবে যাতে তিনি মার্ক হয়ে থাকবেন। এমনকি তাঁর পোশাক নির্দিষ্ট সাইজের থেকে একটু বেশিই ছোট বলেই দাবি করলেন তাঁরা। বললেন, ফ্যাশন নাকি অন্য কিছু কেউ জানে না। আবার কেউ সোজা বললেন, অনন্যা এই জেনারেশনের সবথেকে স্ট্রাগলিং অভিনেত্রী।
উল্লেখ্য, এর আগেও তাঁকে নিয়ে সমালোচনা কম হয়নি। কখনও তাঁর অভিনয় দক্ষতা আবার কখনও তাঁর বক্তব্য, মাঝেমধ্যেই বিপাকে পড়েছেন অনন্যা। লিগার ছবিতে বিজয় দেবারাকন্ডার পরেও কেবল অনন্যা আছেন বলেই এটি সাফল্য পায়নি এমনটাও দাবি করেছিলেন অনেকে।