scorecardresearch

‘বাথরুম পার্টি করছেন নাকি লোটা নিয়ে….’, ব্যাগ তো নয় যেন বালতি! ট্রোল অনন্যা পান্ডে

বালতিতে কী কী রেখেছেন? অনন্যাকে কটাক্ষ!

Ananya Pandey trolled for her lotta bag
অনন্যার বালতি ব্যাগ

হট পিংক পোশাকে গতকাল শহরের এক অনুষ্ঠানে গিয়েছিলেন অনন্যা পান্ডে। তারপর? অভিনেত্রীর সাজ পোশাক বিশেষ করে তাঁর ব্যাগ অর্থাৎ ছোট বালতি নজর কেড়েছে সকলের।

টপ টু বটম, হট পিংক পোশাক পরে গতকাল অনন্যা তাক লাগিয়েছেন। একেই তাঁর অদ্ভুত সাজ দেখে সবসময় চোখ পাকান নেটজনতা। গতকাল যেন সীমা ছাড়িয়ে ফেলেছেন তিনি। ব্যাগের স্টাইলে ছোট বালতি! অভিনেত্রীর স্টাইল সেগমেন্ট দেখে হাসির রোল নেটপাড়ায়। লোকজন বলছেন… সব তো ঠিক আছে, কিন্তু এতে রেখেছেন কী?

বালতির মত দেখতে একটা ছোট্ট ব্যাগ। সোনালী রঙের চকচকে এই ব্যাগে নজর ছিল সকলের। কী রেখেছেন ব্যাগে? হাসির সুরেই সকলে বললেন, স্টাইল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গিয়েছেন নাকি বাথরুমে? আবার কেউ বললেন, ডাল তরকার বালতি। আবার কেউ বললেন, এই সাইজ তো আপনার স্ট্রাগলের সমান। লোটা পার্টি করতে যাচ্ছেন? প্রশ্ন এল এমনই!

উল্লেখ্য, অভিনেত্রীর ফ্যাশন সেন্স নিয়ে সবসময়ই আওয়াজ ওঠে। আবার তাঁর স্ট্রাগল নিয়েও অনেকেই হাসিঠাট্টা করেন। এবারও ব্যতিক্রম নয়। সোশ্যাল মিডিয়ায় তুমুল হইচই।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Ananya pandey trolled for her lotta bag