/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/07/aneek.jpg)
সুখবর দিলেন অনীক
ফের বাবা হতে চলেছেন অনীক ধড়। পরিবারে আসতে চলেছে নতুন সদস্য। বেজায় খুশি অভিনেতা এবং তাঁর পরিবারের সকলে। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছেন সেই সুখবর। স্ত্রী এবং প্রথম সন্তানকে পাশে বসিয়ে অনীক লিখছেন…
এটাই সময় আপনাদের সুখবর জানানোর। আমরা দুই এবং আমাদের দুই। আপনাদের সকলে আশীর্বাদ লাগবে। অনীকের সুখবর জানার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় অনেকেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। ঐন্দ্রিলা তো বলেই ফেললেন, যাক তবে! এতদিনে জানানো হল। দ্বিতীয় সন্তানের আসার সুখবর থাকলেও একসময় প্রথম সন্তানের জন্ম দিতে গিয়েই খুব মুশকিলে পড়েছিলেন অনীক এবং তাঁর স্ত্রী।
এক রিয়্যালিটি শোয়ের মঞ্চে নিজেই একথা জানিয়েছিলেন অনীকের স্ত্রী। প্রথম সন্তানের সময়, বেশ ওজন বেড়ে গিয়েছিল তাঁর। ফলেই সোশ্যাল মিডিয়ায় তাঁকে ঢেপসী-মোটা বলে সম্বোধন করতেন অনেকে। সেই ঘটনার প্রেক্ষিতেই তিনি বলেন, "আমার যখন বেশ কিছু মাস হয়ে গিয়েছে হঠাৎ করেই জানতে পাড়ি আমার বেবির ওজন বাড়ছে না। ডাক্তার বলেন, এটা বাচ্চার জন্য ভাল না। যদি, সুস্থ-সবল সন্তান চান তো, নিজের খাওয়াদাওয়া ঠিক করুন। ওজন বাড়ান। আমি তারপর থেকে নিজের চেহারার কথা না ভেবেই যা খেয়েছি, বলে বোঝাতে পারব না।"
প্রথম সন্তানের জন্মের বিষয়ে বেশ সঙ্কোচে পড়েছিলেন দুজনেই। মেয়ে ভূমিষ্ঠ হওয়ার পরেও প্রথম একথাই জানতে চেয়েছিলেন মেয়ের ওজন কত হয়েছে? ফের আরেকবারের মত পরিবারে সুখবর। আনন্দে আত্মহারা অনীক।