Actress Lost Family Member: ভয়াবহ বিমান দুর্ঘটনার দিনই অভিনেত্রীর পরিবারে শোকের ছায়া, কাছের মানুষকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেত্রী

Aneri Vajani Grandmother: ভয়াবহ বিমান দুর্ঘটনার মাঝেই অভিনেত্রীর পরিবারেও ঘটে গেল দুঃখজনক ঘটনা। প্রিয়জনকে হারিয়ে শোকে কাতর জনপ্রিয় টেলি অভিনেত্রী আনেরি।

Aneri Vajani Grandmother: ভয়াবহ বিমান দুর্ঘটনার মাঝেই অভিনেত্রীর পরিবারেও ঘটে গেল দুঃখজনক ঘটনা। প্রিয়জনকে হারিয়ে শোকে কাতর জনপ্রিয় টেলি অভিনেত্রী আনেরি।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
কাছের মানুষকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেত্রী

কাছের মানুষকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেত্রী

Aneri Vajani Grandmother Demise: ছ'সেকেণ্ডের রুদ্ধশ্বাস একটা মুহূর্ত। বৃহস্পতিবার দুপুর ১টা ৩৮ মিনিটে অহমদাবাদের বিমানবন্দরের ২৩ নম্বর রানওয়ে থেকে উড়েছিল বিমানটি। গন্তব্যস্থল ছিল লন্ডনের অদূরে গ্যাটউইক বিমানবন্দর। ২০০ জনের বেশি যাত্রী নিয়ে উড়েছিল এয়ার ইন্ডিয়ান এই বিমানটি। উড়ানের ঠিক পাঁচ মিনিটের মধ্যেই আহমেদাবাদের মেঘানিনগরের বিজে মেডিকেল কলেজের ইউজি হোস্টেলের মেসের উপর ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমান। ভয়াবহ এই দুর্ঘটনায় আতঙ্কিত গোটা বিশ্ব, চারিদিকে হাহাকার। এর মাঝেই জনপ্রিয় টেলি অভিনেত্রীর বাড়িতে শোকের ছায়া। প্রিয়জনকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন অনুপমা খ্যাত অভিনেত্রী আনেরি ভাজানি। 

Advertisment

ইনস্টা হ্যান্ডেলের স্টোরিতে অভিনেত্রী ঠাকুমা নির্মলা ভাজানির ছবি পোস্ট করে জানিয়েছেন, ১২ জুন কাছের মানুষটাকে হারিয়ে ফেলেছেন। পরিবারে রয়েছেন তাঁর পুত্র দেবেশ ভাজানি, পুত্রবধূ উর্মিলা ভাজানি, মেয়ে হেতাল ভোজানি ও জামাই হিমাংশু ভোজানি।  ১৩ জুন সকাল সাড়ে আটটায় শেষকৃত্য সম্পন্ন হয়েছে। ঠাকুমার মৃত্যুতে শ্রদ্ধাঞ্জলি দিয়ে পোস্টটি শেয়ার করেছেন অভিনেত্রী আনেরি। পরিবারের সঙ্গে বরাবরই ক্লোজ বন্ডিং আনেরির। টেলিভিশন শো 'সাস বহু অউর সাজিস'-এ ঠাকুমার সঙ্গে পরিচয় করিয়েছিলেন অভিনেত্রী। পরিবারে তাঁর উপস্থিতি কতটা গুরুত্বপূর্ণ এবং সকলে তাঁকে কতটা মান্যতা দেন সেই নিয়েও কথা বলেছিলেন।  হিন্দি টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় মুখ। 

Advertisment

২০১২ সালে পপুলার মেগা  'কালি–এক পুনার অবতার' -এর মাধ্যমে ছোট পর্দায় আত্মপ্রকাশ। ২০১৩ সালে শেষ হয়ে যায় ধারাবাহিকটি। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। একের পর এক হিন্দি ধারাবাহিকে অভিনয়ের সুযোগ পেয়েছেন। সেই তালিকায় রয়েছে ইয়ে হ্যায় আশিকি ৪, অনুপমা, প্যায়ার তুনে ক্যায়া কিয়া ৭-এর মতো অসংখ্য ধারাবাহিক। বেশ কিছু ওয়েব সিরিজেও কাজ করেছেন আনেরি।  ২০১৬-এ 'আই টোন্ট ওয়াচ টিভি', ২০১৯-এ 'সিলসিলা বদলতে রিস্তো কা সিজন' ২ ও ২০২০ সালে 'কুকিজ'। 

এছাড়াও ফিয়ার ফ্যাক্টর খতরো কা খিলাড়ি-তেও অংশ নিয়েছিলেন হিন্দি মেগার এই জনপ্রিয় অভিনেত্রী। বাদ নেই সিনেমা, শর্ট ফিল্ম  মিউজিক ভিডিও। বেশ কিছু চরিত্রের জন্য পেয়েছিলেন মনোনয়নও। ২০২৫-এর মার্চে রাম ভবন ধারাবাহিকে শিবানির চরিত্রে অভিনয়ের নতুন যাত্রা শুরু করেছেন আনেরি ভাজানি। এর মাঝেই পরিবারে ঘটে গেল দুর্ঘটনা। 

আরও পড়ুন ম্যাচের মাঝেই আকস্মিক মৃত্যু! হৃদরোগ কেড়ে নিল প্রাণ, প্রয়াত করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী

TV Actress hindi serial death news