Advertisment

ব্র্যাড পিটের সঙ্গে বিচ্ছেদের পর 'ভেঙে' পড়েছিলেন অ্যাঞ্জেলিনা জোলি

অ্যাঞ্জেলিনা জোলি বলেছেন, তাঁর পক্ষে ম্যালফিসেন্ট: মিস্ট্রেস অফ এভিল-এ অভিনয় করাটা কঠিন ছিল। ব্র্যাড পিটের সঙ্গে বিচ্ছেদের কারণে তিনি 'ভেঙে' পড়েছিলেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Brad Pitt and Angelina Jolie divorced in April this year

ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির বিচ্ছেদ হয় এ বছর এপ্রিলে।

ব্র্যাড পিটের সঙ্গে বিচ্ছেদের পর কীভাবে সামলে উঠেছেন অ্যাঞ্জেলিনা জোলি! এদিন সেই বিষয়েই মুখ খুললেন অভিনেত্রী। ম্যালফিসেন্ট: মিস্ট্রেস অফ এভিল ছবিতে অভিনয় করার সময়েই আলাদা হয়ে যান তারা। বিচ্ছেদের কারণে 'ভেঙে' পড়েছিলেন অ্যাঞ্জেলিনা, এতটাই হতাশা গ্রাস করেছিল যে তাঁর পক্ষে ম্যালফিসেন্ট: মিস্ট্রেস অফ এভিল-এ অভিনয় করাটা কঠিন হয়ে পড়েছিল।

Advertisment

পিপল ম্যাগাজিনকে তিনি বলেছেন, ''সময়টা কঠিন ছিল। আমি কয়েক বছরের অসুবিধা নিয়ে ফিরছিলাম এবং নিজেকে ভীষণ দৃঢ় মনে হচ্ছিল না। বলতে গেলে, আমি ভেঙে পড়েছিলাম। আবার সেই শক্তিটা অনুভব করতে আমার বেশকয়েকটি মুহুর্ত লেগেছিল।"

অ্যাঞ্জেলিনা ও ব্র্যাড পিট-এর বিচ্ছেদ হয় এ বছর এপ্রিলে। তাদের ছয় সন্তান রয়েছে, তাদের মধ্যে তিনজন দত্তক সন্তান।

আরও পড়ুন,  দক্ষিণী ছবির জগৎ কেন বঞ্চিত? প্রধানমন্ত্রীকে ঘুরিয়ে প্রশ্ন চিরঞ্জীবীর পুত্রবধূর

ম্যালফিসেন্ট: মিস্ট্রেস অফ এভিল, ২০১৪ সালের ছবি ম্যালফিসেন্ট-এর সিক্যুয়েল। সিং যুক্ত এক পরীর ভূমিকায় অ্যাঞ্জেলিনা, চার বছরে পরে এটাই তাঁর প্রথম অভিনীত চরিত্র। শেষবার ২০১৫-য় তাঁকে দেখা গিয়ছিল লাইভ-অ্যাকশন ছবি বাই দ্য সি-এ।

ম্যালফিসেন্ট: মিস্ট্রেস অফ এভিল, সমালোচকদের কাছে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। রটন টম্যাটোস এই ছবিকে ৪১ শতাংশ রেটিং দিয়েছে।

Read the full story English 

hollywood
Advertisment