Angry Rantman Death: সকাল থেকেই খবর ছিল বটে, তবে সেই খবর যেন বিশ্বাসযোগ্য ছিল না অনেকের কাছেই। মাত্র ২৭ বছর বয়সে প্রয়াত angry Rantman অভ্রদীপ! সোশ্যাল মিডিয়ায় মন ছুঁয়েছিলেন অনেকের।
Advertisment
তাঁর পরিবারের তরফ থেকেই জানানো হয়েছে খবরটি। সাহা ফ্যামিলির তরফ থেকে তাঁর ফেসবুক পেজে জানানো হয়েছে, আমরা গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি আজ সকাল ১০ টা ১৮ মিনিটে ও চলে গিয়েছে না ফেরার দেশে। অনেক মানুষের মনে জায়গা পেয়েছিল। তাঁরা সবাই ওকে ভাল স্মৃতিতে এমন রাখবেন। ওর চলে যাওয়ায় দুঃখের পাশাপাশি আমরা এটাই ভাবছি, কত ভাল মুহূর্ত একসঙ্গে কাটিয়েছি আমরা।
একজন ভয়ঙ্কর ফুটবল ফ্যান। নিজের মতো করেই উত্তেজনায় মাতিয়ে রাখতেন রিভিউ। প্রতিটা ম্যাচ শেষে তার যুক্তি এবং উন্মাদনা সঙ্গে সত্যি সহজ বলার সাহস ছিল দেখার মত। ইস্যুতে কথা বলেছেন। আকাশছোঁয়া টিকিটের দাম থেকে ফুটবলের বেনিয়ম - সবটাই চোখে আঙুল দিয়ে দেখিয়েছিলেন তিনি। কন্টেন্ট তৈরিতে রাখঢাক নয়, বরং জায়গা করে নিয়েছিলেন নিজের বলেই।
কী হয়েছিল তাঁর?
অসুস্থ ছিলেন বেশ অনেকদিন। চিকিৎসা চলছিল। কিন্তু, আকষ্মিক তাঁর শরীরের হাল আরও স্পর্শকাতর হতে শুরু করে। আশঙ্কাজনক যখন তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। রাখা হয়েছিল লাইফ সাপোর্টে। এমনকি ওপেন হার্ট সার্জারি পর্যন্ত করা হয়। কিন্তু, শেষ অবধি আর বাঁচানো সম্ভব হয়নি তাঁকে। মাল্টি অর্গান ফেইল করেই তাঁর মৃত্যু হয়।
ইউটিউবারকে নিয়ে শোকজ্ঞাপন করেছেন কিরন দত্ত। ছবি শেয়ার করে তিনি লিখলেন, বড্ড মিস করব আমরা সবাই তোকে। খুব ছেলেমানুষ ছিলি। ততটাই সরল ছিলিস। ওপারে ভাল থাকিস।