শহর কলকাতার ট্রাম নিয়ে নানা আলোচনা তুঙ্গে। এতবছর ঐতিহ্যবাহী একটি গণপরিবহন, শহর কলকাতার রাস্তায় মানুষের পরিষেবায় যেমন কাজে লেগেছে তেমনই কত সহস্র প্রেম, বন্ধুত্বের সাক্ষী এই ট্রাম।
এই ট্রাম শহর কলকাতায় বন্ধ হবে শুনেই, যেন অনেকের মন বেশ ভারাক্রান্ত। তাঁর থেকেও বড় কথা, এই শহরে অনেক ঘটনার সাক্ষী এই ট্রাম। যেদিন থেকে খবর এসেছিল ট্রাম নাকি বন্ধ হতে চলেছে, সেদিন থেকেই ফের একবার উত্তেজনা। তারকাদের পাশে, সাধারণ মানুষদের অনেকেই আওয়াজ তুলেছেন।
পরিচালক অনীক দত্ত সরব হয়েছেন ট্রাম নিয়ে। ট্রাম এশহরের ঐতিহ্য। সারা বিশ্বের সব দেশগুলির মধ্যে বিশেষ করে ভারতবর্ষের বুকে একমাত্র কলকাতা শহর যেখানে রাস্তায় ট্রাম চলে। ফলে, যাদের প্রতিদিনের নিত্যযাত্রী ছিল, ট্রাম, তাঁদের বেশ মন খারাপ। আর পরিচালক অনীক দত্ত এবার সেই নিয়ে মুখ খুলেছেন।
কী বলছেন অনীক?
তিনি সমাজ মাধ্যমে সব বিষয়েই বেশি সক্রিয়। নানা কিছুতে মন্তব্য করেন। এবার ট্রাম নিয়ে বললেন, "কলকাতার রাস্তায় ট্রাম শুরু করেছিল ঘোড়ারা, আর শেষ করে দিল গাধারা।" পরিচালক যা বললেন, তাতে সহমত হয়েছেন অনেকেই। কেউ বলছেন ভাল বলেছেন। কেউ বললেন, গাধাদের অসম্মান করা কি ঠিক হচ্ছে?
অনীক দত্ত পরিচালক হলেও বারবার আরজি কর কান্ডের প্রতিবাদে আওয়াজ তুলেছেন। এমনকি, নিজের মতামত রাখতেও তিনি ভুলছেন না। তাঁর প্রতিটা শব্দে দেখা যাচ্ছে বিপ্লব এবং বিদ্রোহ।