/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/04/anil-kapoor.jpg)
অনিল কাপুর
ষাটোর্ধ্ব হয়েও তারুণ্য চুইয়ে চুইয়ে পড়ছে চেহারায়! দিন যত যাচ্ছে অনিল কাপুরের বয়স যেন আরও বেশি করে কমছে। পেশাদার স্প্রিন্টারদের মতো ট্র্যাকে দৌঁড়নো থেকে সময় ধরে জিমে ঘাম ঝরানো, যে কোনওরকম শারীরিক কসরতই যেন তার কাছে নস্যি! এবার -১১০ ডিগ্রিতেও শরীরচর্চা করে ঘাম ঝরালেন অনিল কাপুর। যা দেখে তাজ্জব নেটপাড়া।
৬৬ পেরিয়েও বুড়ো হাড়ের ভেলকি দেখাতে ওস্তাদ অনিল কাপুর। পরবর্তী ছবি 'ফাইটার'-এর জন্য প্রস্তুত হচ্ছেন এখন তিনি। অ্যাকশন সিনেমার জন্য শরীরকে ফিট রাখতে কোনওরকম কসরতই বাদ রাখছেন না অভিনেতা। কারণ অভিনয়ের পাশাপাশি তিনি বরাবরই ফিটনেস ফ্রেক। সম্প্রতি মাইনাস ডিগ্রিতে জিমের ভিডিও দিয়ে আরও একবার অনুরাগীদের অবাক করে দিলেন অনিল।
'ফাইটার'-এ হৃতিক রোশন ও দীপিকা পাড়ুকোনের পাশাপাশি তাঁকেও তো নজর কাড়তে হবে? আর সেই প্রেক্ষিতেই এমন কঠোর শারীরিক কসরত। সম্প্রতি এক ভিডিও শেয়ার করেছেন অনিল, যেখানে তাঁকে দেখা গেল -১১০ ডিগ্রি তাপমাত্রাযুক্ত একটি ঘরে জিম করতে। বেরিয়ে এসেই জগিং করার পাশাপাশি ট্রেডমিলেও দৌঁড়লেন। সেই ভিডিও শেয়ার করে অনিল ক্যাপশনে লেখেন, "৪০-এ দুষ্টুমি করার সময় চলে গেছে, এবার ৬০-এই সেক্সি হওয়ার পালা।"
<আরও পড়ুন: ‘কী ভেবেছিলেন, ভয়ে পালাব..?’ MTV Roadies-এর ‘গ্যাং লিডার’ হয়ে বিস্ফোরক রিয়া চক্রবর্তী>
অনিল কাপুরের এই শরীরচর্চার ভিডিও শোরগোল ফেলে দিয়েছে নেটপাড়ায়। স্ত্রী সুনীতা কাপুরও ভালবাসা জানালেন এই পোস্টে। কপিল শর্মা লেখেন, বাহ বাহ আমিও করব এরকম। অন্যদিকে, নীতু কাপুর, কার্তিক আরিয়ান, বিপাশা বসু, শিল্পা শেট্টি, মনীশ পলের মতো তারকারাও ভালবাসা উজার করে দিয়েছেন। তবে অনেকেই আবার এই বয়সে এতো কঠোরভাবে জিম না করার পরামর্শ দিয়েছেন।