/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/05/anil.jpg)
কলকাতায় মিস্টার ইন্ডিয়া! বাংলা টেলিভিশনে প্রথমবার সুপারস্টার অনিল কাপুর (Anil Kapoor)। নেপথ্যের কারণ, 'ডান্স ডান্স জুনিয়র' (Dance Dance Junior)। স্টার জলসার জনপ্রিয় রিয়্যালিটি শোয়ে বিশেষ বিচারকের আসনে দেখা যাবে তাঁকে। শোয়ের সেই পর্বেরই প্রোমো শেয়ার করা হয়েছে সোশ্যাল মাধ্যমে চ্যানেলের তরফ থেকে। যা দেখে ইতিমধ্যেই টেলিদর্শকদের কৌতূহল আর উত্তেজনার পারদ চড়েছে তুঙ্গে। কারণ, উপরি পাওনা হিসেবে রয়েছে 'মাই নেম ইজ লক্ষ্মণ' গানে মিঠুন-অনিলের একসঙ্গে পারফরম্যান্স।
বলিউডের দুই সুপারস্টার যেখানে, সেখানে দর্শকদের মধ্যে যে আলাদা একটা উত্তেজনা কাজ করবে, তা বলাই বাহুল্য। সেই শোয়েই আবার মিস্টার ইন্ডিয়াকে দেখে উচ্ছ্বসিত দেব (Dev)। বিচারক মনামী ঘোষও (Manami Ghosh) তাই। প্রোমোতে খানিক নাচতেও দেখা গেল তাঁকে অনিল কাপুরের সঙ্গে। অনিল কাপুরের উপস্থিতি যে ডান্স ডান্স জুনিয়র'-এর সবাইকে নাচিয়ে ছেড়েছে, তা বলাই বাহুল্য। আবার দু'কলি বাংলাও শোনা গেল অনিলের মুখে। খুদেদের পারফরমেন্স দেখে অভিভূত অভিনেতা বললেন, "খুব সুন্দর!"
বাংলা রিয়্যালিটি শোয়ে এসে মহাগুরু মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) প্রশংসাতে পঞ্চমুখ হতেও দেখা গেল অনিলকে। বলিউড অভিনেতার কথায়, "আমার দেখা সেরা মানুষদের মধ্যে অন্যতম মিঠুনদা। যেমন নাচ, তেমন তাঁর অভিনয়।" 'ডান্স ডান্স জুনিয়র'-এর এই বিশেষ পর্ব দেখা যাবে ২২ এবং ২৩ মে রাত সাড়ে ৯টায় স্টার জলসার পর্দায়।