শচীন তেণ্ডুলকরের বায়োপিকে অভিনয় করতে চান অনিল কাপুর

অনিল কাপুরের শেষ ছবি 'টোটাল ধামাল' মুক্তি পেয়েছে ২২ ফেব্রুয়ারী। ইন্দ্র কুমারের পরিচালনায় ছবিতে অভিনয় করেছেন অজয় দেবগণ, আরশাদ ওয়ারসি, রীতেশ দেশমুখ, বোমান ইরানি।

অনিল কাপুরের শেষ ছবি 'টোটাল ধামাল' মুক্তি পেয়েছে ২২ ফেব্রুয়ারী। ইন্দ্র কুমারের পরিচালনায় ছবিতে অভিনয় করেছেন অজয় দেবগণ, আরশাদ ওয়ারসি, রীতেশ দেশমুখ, বোমান ইরানি।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বলিউডে বেশ লম্বা ইনিংসই খেললেন অনিল কাপুর। Photo: Anil Kapoor/ Instagram

বলিউডের এত বছরের কেরিয়ারে বিভিন্ন ধরণের চরিত্রে অভিনয় করেছেন অনিল কাপুর। সদ্য বক্স অফিসে মুক্তি পেয়েছে 'টোটাল ধামাল'। ছবিটি মুক্তি পাওয়ার আগে এক সাক্ষাৎকারে অনিল কাপুর বলেন, স্পোর্টস বায়োপিকের, অর্থাৎ কোনো খেলোয়াড়ের জীবনী ভিত্তিক ছবির অংশ হতে চান তিনি। বর্ষীয়ান অভিনেতা জানিয়েছেন, তিনি শচীন তেণ্ডুলকরের ফ্যান, কাজেই তাঁর ওপর তৈরি বায়োপিকে অভিনয় করতে চান অভিনেতা। আইএনএসকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেন, "শচীন তেণ্ডুলকরের বায়োপিকে অভিনয় করতে চাই...কারণ আমি ওঁর ফ্যান।"

Advertisment

ক্রিকেট মাঠে যেমন শচীন, তেমনি বলিউডে বেশ লম্বা ইনিংসই খেললেন অনিল কাপুর। তাঁর বক্তব্য, এখন পর্যন্ত নিজের কেরিয়ারগ্রাফের সবটাই পছন্দ তার। তাঁর মতে, অভিনয় হল এমন একটা মাধ্যম যা দিয়ে দর্শকের সঙ্গে যোগাযোগ স্থাপন করা সম্ভব। তিনি নিজেকে ভাগ্যবান মনে করেন, যে তিনি ৩৫ টা বছর এই পেশায় কাটিয়ে ফেললেন।

আরও পড়ুন, সঞ্জয়-সলমনের গাঁটছড়া নিয়ে জোর চৰ্চা বলিউডে

Advertisment

অনিল কাপুরের শেষ অভিনীত ছবি 'টোটাল ধামাল' মুক্তি পেয়েছে ২২ ফেব্রুয়ারী। ইন্দ্র কুমারের পরিচালনায় ছবিতে অভিনয় করেছেন অজয় দেবগণ, আরশাদ ওয়ারসি, রীতেশ দেশমুখ, বোমান ইরানি। কাজের নিরিখে দেখতে গেলে শচীন না হলেও, ভারতীয় খেলার দুনিয়ার আরেক তারকা অভিনব বিন্দ্রার বায়োপিকে নিজের ছেলে হর্ষবর্ধনের সঙ্গে কাজ করছেন তিনি।

Read the full story in English 

bollywood movie Sachin Tendulkar anil kapoor