বিতর্কের স্বর্গে তৃপ্তি দিমরি, রণবীরের জুতো চাটার প্রসঙ্গে প্রাণ নেওয়ার হুমকি 'অ্যানিম্যাল' অভিনেত্রীর!

বিতর্কে রেগে কাঁই তৃপ্তি! কী বলছেন তিনি?

বিতর্কে রেগে কাঁই তৃপ্তি! কী বলছেন তিনি?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Animal; actress tripti dimri on controversy for Ranbir and her scene

তৃপ্তির বক্তব্য

টক্সিক ছবি? চূড়ান্ত ভায়োলেন্স! মেয়েদের বিন্দুমাত্র সম্মান করা হয়নি এই ছবিতে! রণবীর কাপুরের অ্যানিম্যাল যেমন প্রশংসা পেয়েছে তেমনই এই ছবি নিয়ে নানা উত্তেজনা। বিশেষ করে ভাইরাল তৃপ্তি দিমরি।

Advertisment

এর আগে তিনি কাজ করেছেন বুলবুল কিংবা কলা - এই ধরনের ওয়েব সিরিজে। কিন্তু, অভিনেত্রী তখন যা প্রশংসা পেয়েছেন তাঁর থেকেও বেশি এখন চর্চায় রয়েছেন। বেশ কিছু কারণ, উল্লেখ করা যায় সেটিকে নিয়ে। অর্থাৎ? তৃপ্তির সঙ্গে রণবীরের একটি অন্তরঙ্গ দৃশ্য নিয়ে বিরাট আলোচনার ঝড়। এই ছবির কারণে তাঁকে নিয়ে বিতর্কের শেষ নেই। বিশেষ করে, একটি সংলাপ!

যেখানে রণবীরকে পর্দায় বলতে শোনা যায়, "আমার জুতোটা চাটো..." এই নিয়েই শোরগোল। তাঁর সঙ্গে নগ্ন দৃশ্যে অভিনয় তো রয়েছেই। এবার, এত বিতর্কের মাঝে তিনি মুখ খুললেন। অভিনেত্রী বিশেষ করে এই দৃশ্য প্রসঙ্গেই বলেন..

Advertisment

এমন একজন মানুষ যে নিজের স্ত্রী বাবা সন্তান সবাইকে খুন করতে চায় এমন একজনের কথা আমি শুনলেই তো শেষ। আমি তেমন একজন লোককে দেখলে মেরেই দেব। কিন্তু, চরিত্রটি যেসব পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছে সেটা সাংঘাতিক। এটা ভুলে গেলে চলবে না। অভিনেত্রী আরও জানান...

আমার চরিত্র এবং সামনের সহ অভিনেতার চরিত্র সবটাই কিন্তু মানুষের একটা দিক। যে কোনও মানুষের মধ্যে ভাল খারাপ দুটো দিক থাকে। তাই একজন অভিনেতার সবসময় ভাল খারাপ দুই দিকেই নজর রাখা উচিত। সবদিকটা যেচে বুঝে নেওয়া উচিত।

bollywood ranbir kapoor Entertainment News